ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

প্রকাশিত: ২০:৫২, ২৮ জুন ২০১৭

কুয়াকাটায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটক-দর্শনার্থীর ঢল নেমেছে। ঈদের দিন সোমবার বিকেল থেকেই ভিড় জমতে শুরু করে প্রকৃতিপ্রেমী নর-নারীর। হাজার হাজার মানুষে পরিপূর্ণ হয়ে যায় সৈকতের দুই কিলোমিটার এলাকা। বর্ষার কুয়াকাটা উপভোগ করেন আগতরা। উত্তাল ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতে ওঠেন তাঁরা। উচ্ছলতায় মুখরিত থাকেন আগত পর্যটক-দর্শনার্থী। বিশেষ করে নারী ও শিশু-কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কলাপাড়া উপজেলা সদর থেকে কুয়াকাটাগামী মহাসড়কে তিন নদীতে সেতু হওয়ায় পর্যটকরা সকাল-সন্ধ্যা কুয়াকাটা উপভোগ করে রাতেই আবার বেশিরভাগ যে যার গন্তব্যে ফেরেন। আবাসিক হোটলগুলোতে উপচেপড়া ভিড় ছিল না। কিন্তু খাবার হোটেল-রেস্তরায় ভিড় ছিল লক্ষণীয়। বিনোদন কেন্দ্রীক রিসোর্ট কেন্দ্রগুলোতেও ছিল পর্যটকের ভিড়। শুধু কুয়াকাটা সৈকত নয় শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতুতেও বিকেল থেকে রাত অবধি দর্শনার্থীর ভিড় ছিল লক্ষণীয়। একই দৃশ্য ছিল পায়রা বন্দর প্রকল্প এলাকায়। ঈদ উদযাপনকে ঘিরে এ বছর পুলিশ প্রশাসন বিভিন্ন স্তরের প্রশাসনিক নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। মুসলমানদের ধর্মীয় বৃহৎ এ উৎসবকে ঘিরে দক্ষিণের পর্যটনসমৃদ্ধ কলাপাড়া ছিল ভ্রমন পিয়াসী মানুষে মুখুরিত। তবে পরিবহন সেক্টরের সবক্ষেত্রে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতির শিকার হন ঈদ উদযাপনকেন্দ্রীক মানুষ। বিশেষ করে খেয়া পারাপার। অটো চলাচল। শেখ কামাল সেতুর সংযোগ সড়কে সব ধরনের যানবাহনে চাঁদাবাজি- এসব ছিল ফ্রি-স্টাইলে।
×