ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে বাস উল্টে মা ও শিশুসহ নিহত ৩ ॥ আহত ১৩

প্রকাশিত: ১৮:৪৯, ২৮ জুন ২০১৭

খাগড়াছড়িতে বাস উল্টে মা ও শিশুসহ নিহত ৩ ॥ আহত ১৩

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি-চট্রগ্রাম মহাসড়কের গুইমারা উপজেলার কালাপানি এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অন্তত ১৩ জন। আজ সকাল পৌনে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তরিকুল ইসলাম (২০) পিতা বাকের ফরাজী, রিপন নেছা (২৩) স্বামী-মো. ইউনুস ও তার ৪ বছরের শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস। এরমধ্যে রিপন আক্তার ৫ মাসের অন্তসত্তা ছিলো বলেও প্রাথমিকভাবে জানা যায়। নিহতরা একই উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। জানা যায়, আজ সকালে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে এম এ মোর্শেদ, চট্রগ্রাম-জ- ১১০০০৭ নামে যাত্রী বাহি লোকাল বাসটি ছেড়ে যায়। এরধ্যে গুইমারা উপজেলার কালাপানি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কের উপরে উল্টে যায়। এতে চাপা পড়ে মা ও শিশুসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গুইমারা রিজিয়নের সেনাবাহিনী, পুলিশ ও স্থাণীয়রা মিলে হতাহতদের উদ্ধার করে। এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে। এ বিষয়ে গুইমারা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খাগড়াছড়ি থেকে এম মোর্শেদ (চট্ট-মেট্রো- জ ১১০০-৭) নামের বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। গুইমারা উপজেলার কালাপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
×