ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামায়াত নেতার বাড়িতে অভিযান ॥ আটক ৫

প্রকাশিত: ২২:২৩, ২৭ জুন ২০১৭

জামায়াত নেতার বাড়িতে অভিযান ॥ আটক ৫

অনলাইন ডেস্ক ॥ কক্সবাজারের মহেশখালী উপজেলা জামায়াতের আমির জাকেরের বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ বিভিন্ন মামলার পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) দিনগত গভীর রাতে শাপালপুর ইউনিয়নের মুকবেকীর গোদারপাড়ায় উপজেলা আমিরের বাড়িতে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে পুলিশ ৪টি এলজি, ২টি ৫ ফুট লম্বা কিরিচ, সাড়ে ৩ ফুট লম্বা ৬টি কিরিচ ও ৬টি কার্তুজ উদ্ধার করে। গ্রেপ্তার করে পাঁচজনকে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আমিরের ছোট ভাই আশরাফ হোসাইন টিপু সাদ্দাম (২৩), শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. হানিফ (২১), উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম (৩৫), তিনটি নাশকতা মামলার আসামি মৃত এজলাস মিয়ার ছেলে মো. শহিদুল্লাহ (৪০) এবং নুর মোহাম্মদের ছেলে আতাউর রহমান (২৬)। তারা সকলেই ‍মুকবেকীর বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, শাপলাপুর ইউপির প্রধান ঈদ জামাতের আগে উপজেলা আমিরের ছোট ভাই সাদ্দাম ও জামায়াতের একদল সক্রিয় সদস্য ঈদগাহ মাঠে প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোকজনকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাদের গোপন বৈঠককালে অস্ত্রসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ঈদের জামাতে নাশকতার দায়ে মামলা করা হচ্ছে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
×