ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেল ভারত

প্রকাশিত: ২২:১২, ২৬ জুন ২০১৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  জয় পেল ভারত

অনলাইন ডেস্ক ॥ হোল্ডারদের ১০৫ রান হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় এদিনের ম্যাচে জেতা ভারতের জন্য খুব জরুরী ছিল। সেই লক্ষ্যে সফল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৩১১ টার্গেট দেয় ভারত। এই রান তাড়া করতে নেমে উইন্ডিজ থেমে যায় ২০৫। এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান উইন্ডিজ ক্যাপ্টেন জেসন হোল্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই দুরন্ত ছন্দে থাকা শিখর ধাওয়ান এদিনও হাফ সেঞ্চুরি (৬৩) করেন। কোচ কাজিয়া মাঠের বাইরে ফেলে রেখে বিস্ফোরক ব্যাটিং করেন অধিনায়ক বিরাট কোহলি (৬৬ বলে ৮৭)। রান পাননি যুবরাজ সিং (১৪)। ক্যারিবিয়ানদের হয়ে জোসেফ দু’টি উইকেট নেন। এই বিশাল রান তাড়া করতে নেমে ০ রানেই প্রথম উইকেট হারায় লারা-রিচার্ডসের দেশ। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা উইন্ডিজ কখনই থিতু হতে পারেনি। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ৬ উইকেটে ২০৫ থেমে যায় উইন্ডিজ ইনিংস। ওপেনার সাই হোপ করেন ৮১। শেষের দিকে নেমে চেস করেন ৩৩। টিম ইন্ডিয়ার হয়ে এদিন একদিনে ক্রিকেটে অভিষেক ঘঠান কুলদীপ যাদব। প্রথম ম্যাচেই তিন উইকেট নেন তিনি। ভূবনেশ্বর কুমার ২ উইকেট পেয়েছেন।
×