ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্যর্থ হলো মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী পরীক্ষা

প্রকাশিত: ২২:১০, ২৬ জুন ২০১৭

ব্যর্থ হলো মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী পরীক্ষা

অনলাইন ডেস্ক ॥ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ব্যর্থ হওয়ায় বড়সড় ধাক্কা খেল মার্কিন সামরিক বাহিনী। সম্প্রতি ব্যর্থ হয়ে যায় মার্কিন নৌবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী পরীক্ষা। হাওয়াইয়ে চালানো এই পরীক্ষায় কল্পিত শত্রুর মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারেনি মার্কিন নৌবাহিনী। এ সময় ক্ষেপণাস্ত্র ধ্বংসের কাজে নিয়োজিত ছিল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জন পল জোন্সস। মার্কিন নৌবাহিনীর সেরা যুদ্ধজাহাজের অন্যতম এটি। অবশ্য, ছুটে আসা ক্ষেপণাস্ত্রকে সঠিকভাবে নির্ণয় ও শনাক্ত করতে পেরেছিল এএন/এসপিওয়াই-১ ফেইজড অ্যারে রাডার। উত্তর কোরিয়ার মিসাইল হুমকির মোকাবিলায় অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা গড়ে তোলার দাবি করছিল আমেরিকা। আমেরিকা এবং জাপান যৌথভাবে এই ব্যবস্থা তৈরির কাজ করেছে। কিন্তু চূড়ান্ত পরীক্ষাতে ব্যর্থ করল মার্কিন এই প্রযুক্তিনির্ভর মিসাইল ব্যবস্থা।
×