ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্টিত

প্রকাশিত: ২০:৩২, ২৬ জুন ২০১৭

বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্টিত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে জেলার প্রধান ও সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ছয়শ’ বছরের পুরোনো এই মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এ মসজিদের বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা-সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও পদস্থ কর্মকর্তা এবং স্থানীয় মুসল্লি ছাড়াও দেশি বিদেশি পর্যটকরা নামাজ আদায় করেন। এ ছাড়া বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায়, হযরত খানজাহান (রহ.) মাজার জামে মসজিদ, পুরাতন কোর্ট মসজিদ, মিঠা পুকুরপাড় জামে মসজিদ, ফলপট্টি জামে মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ মসজিদ, নতুন কোর্ট জামে মসজিদ ও সরুই হাজী আরিফ জামে মসজিদে এবং সোনাতলা আউলিয়াবাদ জামে মসজিদ, খারদ্বার জামে মসজিদ ও রেলওয়ে জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। উৎসক মুখর পরিবেশের পাশাপাশি ঈদের জামাতকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, জেলার সর্বত্র স্বত:স্ফুর্ত আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের উৎসব পালিত হচ্ছে।
×