ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঈদের সকালেও অশান্ত কাশ্মীর

প্রকাশিত: ২০:২৭, ২৬ জুন ২০১৭

ঈদের সকালেও অশান্ত কাশ্মীর

অনলাইন ডেস্ক ॥ ঈদের সকালেও ফের নতুন করে অশান্তি ছড়াল ভারতের কাশ্মীরে। সোমবার অনন্তনাগ, সোপোর, কুলগাম, পুলওয়ামা-সহ উপত্যকার বেশ কয়েকটি জায়গায় পুলিশকর্মীদের লক্ষ করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। শ্রীনগরে বিক্ষোভকারীদের সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশকর্মীরা। উপত্যকায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ২ সিআরপিএফ জওয়ান সহ ১২ জন আহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকালে শ্রীনগরের একটি ঈদগাহের বাইরে পুলিশকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস প্রয়োগ করে পুলিশ। ঘটনায় আহত হন দু’জন সিআরপিএফ জওয়ান। অন্যদিকে অনন্তনাগ শহরে জাংলাত মান্ডি এলাকায় ইদের নমাজ শেষ হতেই অশান্তি ছড়ায়। এখানেও বিক্ষুব্ধদের নিশানায় ছিল পুলিশ। ইট ছুড়তে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দু’ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসে শেল ফাটায় পুলিশ। এতে আহত হয় অন্তত ২০ জন। এদিকে পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেজন্য সংযতভাবে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেছে পুলিশ।
×