ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শাহজালালে ২৩৫ কার্টন সিগারেট জব্দ

প্রকাশিত: ২০:২৪, ২৬ জুন ২০১৭

শাহজালালে ২৩৫ কার্টন সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক ॥ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা যাত্রী মো. মনিরুজ্জামান শামীমের কাছ থেকে ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট। আজ সোমবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবীর (প্রিভেনটিভ) জানান, মো. মনিরুজ্জামান শামীম (৪২) বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি ০৮৭-তে সকাল ৭টার পর শাহজালালে অবতরণ করেন। এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিটের সদস্যরা তার লাগেজ স্ক্যান করলে সিগারেটের অস্তিত্ব পাওয়া যায়। পরে তাকে তল্লাশি করে ২৩৫ কার্টন ব্লাক ব্র্যান্ডের সিগারেট আটক করা হয়। যাত্রীর বাড়ি নরসিংদীর বেলাবো। পেশায় ব্যবসায়ী।
×