ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে ২ লাখ মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯:৫৫, ২৬ জুন ২০১৭

দিনাজপুরে ২ লাখ মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড ময়দানে প্রায় দুই লাখ মানুষের সমাগমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় ৫শ’ ১৬ ফুট প্রস্তের ৫২ গম্বুজ বিশিষ্ট নবনির্মিত মিনারে ঈদের এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এ জামাতে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব শামসুল ইসলাম কাশেমী। ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। প্রধান জামাতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিচারপতি এনায়েতুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ। এর আগে স্বল্প পরিসরে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হতো। তবে এবারই প্রথম এখানে নবনির্মিত ৫২ গম্বুজ বিশিষ্ট মিনারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছিলেন সংশ্লিষ্টরা। মুসল্লিদের নিরাপত্তার জন্য সেখানে প্রায় ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন ছিল। পাশাপাশি নিয়োজিত ছিল র্যাখব, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
×