ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছত্তিশগড়ে মাওবাদীদের পৃথক সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ২২:২৬, ২৫ জুন ২০১৭

ছত্তিশগড়ে মাওবাদীদের পৃথক সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক ॥ ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে পৃথক দুটি সংঘর্ষে যৌথ নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। এছাড়া একজন মাওবাদীও এ ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি। অভিযান চলাকালে পুলিশ এক মাওবাদীকে গুলি করে হত্যা করেছে বলে শনিবার জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। দুটি ঘটনাই ছত্তিশগড়ের সুকমা জেলায় ঘটে। এ বিষয়ে পুলিশের বিশেষ ডিজিপি ডি এম অবস্তি জানিয়েছেন, সুকুমার চিন্তুাগুফা থানা এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দলের সঙ্গে চরমপন্থিদের দুটি বন্দুক লড়াইয়ের ঘটনায় জেলা রক্ষীবাহিনীর (ডিআরজি) দুই জওয়ান নিহত ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) পাঁচ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। চিন্তুাগুফায় মাওবাদীদের গোপন আস্তানার খবর পেয়ে শুক্রবার থেকে সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দন্ধামার্কা বনের ভিতর দিয়ে এগোনের সময় মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর দলটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে দুপক্ষের মধ্যে লড়াইয়ে হতাহতের ঘটনা ঘটে।
×