ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের একগুচ্ছ খণ্ড নাটক

প্রকাশিত: ০৭:৩৪, ২৫ জুন ২০১৭

ঈদের একগুচ্ছ খণ্ড নাটক

সম্রাট জাহাঙ্গীরের ‘বৌ যদি এমন হয়’ : জীবনের সুখের পরিপূর্ণতা আসে নাকি বিয়ের পর। সেই সুখের সন্ধানে, জীবনের পরিপূর্ণতা ফিরে আনার জন্য বিয়ে করেছিল তানভীর। কিন্তু বৌ যদি এমন হয় তাহলে জীবন কোন দিকে গড়ায় তা দেখা যাবে আমাদের গল্পে। হ্যাঁ এবারের ঈদে সম্রাট জাহাঙ্গীরের রচনায়, নিলয় মাসুদের পরিচালনায় আসছে একক নাটক ‘বৌ যদি এমন হয়’। নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, ইভানা, হারুন মাসুদ, জায়ান আরও অনেকে। নাট্যকার জানান, নাটকটিতে অনেক হাস্য রসাত্মক দৃশ্যের পাশাপাশি রয়েছে বর্তমান সমাজের জন্য গুরুত্বপূর্ণ ম্যাসেজ। পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করতে করতে বাংলার বধূদের মধ্য থেকে যে বাঙ্গলিয়ানা ভাব ধীরে ধীরে লোপ পাচ্ছে আর সে জন্য সংসারে লাগছে বিরাট অশান্তি তা গল্পে স্পষ্ট ফুটে উঠেছে। আশা করি নাটকটি দর্শকদের ঈদের আনন্দে পরিপূর্ণতা দেবে। নাটকটি ঈদের দিন সন্ধ্যা ৭-৩৫ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে। ফারজানা ছবির ‘রয়েল ডিস্ট্রিকট’ : অভিনয়ের প্রয়োজনে কত কিছুই না করতে হয় অভিনয় শিল্পীদের। শিখতে হয় নানা কাজ। এই ঈদে তা আবার নতুন করে জানান দিলেন ভিন্ন ধারার চরিত্রের অভিনয় শিল্পী ফারজানা ছবি। অরণ্য আনোয়ারের রচনা পরিচালনায় নোয়াখালির আঞ্চলিক ভাষার এ ঈদের বিশেষ নাটক ‘রয়েল ডিস্ট্রিকট’ নাটকে ফারজানা ছবিকে দেখা যাবে মোটরসাইকেল চালক রূপে। চরিত্রের প্রস্তুতির জন্য বেশ কিছু দিন থেকেই সোরওয়ার্দী উদ্যানে তাকে মোটরসাইকেল চালানোর অনুশীলনে ব্যস্ত থাকতে দেখেছে অনেকেই। আর ট্রেইনার ছিলেন তারই মামাশ্বশুর। এ প্রসঙ্গে ফারজানা ছবি বলেন , আমি যখন যে চরিত্রে অভিনয় করি সেই চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার সর্বোচ্চ চেষ্টা আমার মাঝে থাকে, তারই ধারাবাহিকতায় আমার এই কাজ। পুবাইলের ভাদুন গ্রামে নাটকের শূটিং হয়েছে। এই নাটকে দর্শক আমাকে একজন রাজনীতিবিদ হিসেবেও দেখতে পাবে। নাটকে আরও আভিন করেছেন রাহুল খান, ফারহানা চৌধুরী প্রমুখ। নাটকটি ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে। জিএম সৈকতের ‘সেই তুমি এলে’ : মাহবুবা শাহরীনের রচনা এবং জিএম সৈকতের পরিচলায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘সেই তুমি এলে।’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, লামিয়া মিমো, অস্পরা সুহি, হুমাইরা হিমু, তামান্না, আফজাল শরীফ, সুজন রাজা, যুবরাজ এবং শিশুশিল্পী টুনটুনি। নাটকটি চাঁদ রাতের ৯টায় বৈশাখী টেলিভিশনে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছে এসজি প্রডাকশন। অভিনেতা ডি এ তায়েব বলেন, অসাধারণ একটি গল্প নিয়ে নাটকটি খুব যতœ করে নির্মাণ করেছেন নির্মাতা জিএম সৈকত। আশা করি ঈদে একটি ভাল নাটক উপহার পাবে দর্শকরা। দীপু হাজরার ‘উসিলা’ : বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘উসিলা’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, ইভানা, জামিল হোসেন, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি প্রমুখ। নাটকটি ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় গাজী টিভিতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যায় বাদশা গ্রামের বেশ ধনাঢ্য একজন ব্যক্তি। বিয়ে করেছেন প্রায় দশ বছর আগে। কিন্তু কোন সন্তান হয় না। আর এই সন্তান না হওয়ার দোষ চাপান তার বউ হামিদার ওপর। এ নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় দন্দ্ব। সন্তান না হওয়াকে উসিলা দাঁড় করে একই গ্রামের সুন্দরী মেয়ে ছবির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বাদশা। ছবি বিয়েতে রাজি থাকলেও বাদসাধেন ছবির বাবা। কারণ হিসেবে দাঁড় করান সতীনের ঘরে তার মেয়েকে বিয়ে দেবেন না। তবে বাদশার যদি তার মেয়ের নামে স্থাবর-অস্থাবর সব সম্পত্তি লিখে দেন তাহলে তিনি ভেবে দেখবেন। এদিকে ছেরুও ভালবাসে ছবিকে। এভাবেই এগিয়ে চলে উসিলা নাটকের গল্প।
×