ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তি পাচ্ছে তিন চলচ্চিত্র থেমে গেছে ‘রংবাজ’

প্রকাশিত: ০৭:৩৩, ২৫ জুন ২০১৭

মুক্তি পাচ্ছে তিন চলচ্চিত্র থেমে গেছে ‘রংবাজ’

গৌতম পাণ্ডে ॥ সকল জল্পনা-কল্পনা বাধা-বিপত্তি পেরিয়ে এবার ঈদ-উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তিন চলচ্চিত্র। যার দুটির নায়ক শাকিব খান আর একটি কলকাতার জিৎ। দেশে সচল আড়াইশ’ প্রেক্ষাগৃহ বুকিং পেতে অনেকটা যুদ্ধে নেমেছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। দিন শেষে কার চলচ্চিত্রের গায়ে লাগবে সাফল্যের তকমা, তা জানতে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। গত দশকের মতো এবারের ঈদেও সর্বাধিক চলচ্চিত্রের অভিনেতা শাকিব খান। রোজার ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার দুটি চলচ্চিত্র। যার একটি ‘নবাব’। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী। রোমান্টিক-এ্যাকশন ধাঁচের গল্পের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কলকাতার জয়দেব মুখার্জী। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। যৌথ প্রযোজনায় নির্মিত আরেক চলচ্চিত্র ‘বস টু’। এই চলচ্চিত্রের মাধ্যমে দ্বিতীয়বার ঢালিউডে কাজ করলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাবা যাদব ও আবদুল আজিজ। জিৎ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও শুভশ্রী। তবে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার অভিযোগ তুলে ‘বস টু’ ও ‘নবাব’ চলচ্চিত্র যাতে ছাড়পত্র না পায় এ জন্য আন্দোলনে নামে চলচ্চিত্র ঐক্যজোট নামে ১৪ টি সংগঠনের কর্মীরা। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার আহ্বানে সাড়া দিয়ে ‘নবাব’ ও ‘বস টু’র মুক্তির দাবিতে মানববন্ধন করে জাজের সঙ্গে ঐক্যমত পোষণকারীরা। চলচ্চিত্র দুটি মুক্তি না পেলে জাজের অধীনের হলগুলো বন্ধ করে দেয়ার হুমকিও ছিল তারা। তবে অবশেষে যৌথ প্রযোজনায় নির্মিত বড় বাজেটের এ চলচ্চিত্র দুটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পায়। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে ‘নবাব’ ১২০টি হল এবং ‘বস টু’র জন্য ১০০ এর বেশি সিনেমা হল বুকিং হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়ায় আরও সিনেমা হলের বুকিং বাড়তে পারে বলে জানা গেছে। ঈদ মানেই যেন রুপালি পর্দায় শাকিব-অপু জুটির ছবি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দীর্ঘদিন বাক্সবন্দী থাকার পর আসছে ঈদে মুক্তির মিছিলে যোগ দিয়েছে পরিচালক বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ চলচ্চিত্রটি। বেশ কিছু দিন ইউটিউবে প্রকাশ হয়েছে চলচ্চিত্রের প্রথম ট্রেলার। এতে প্রথমে শাকিব খানকে পাহাড়ে উঠতে দেখা যায়। ট্রেলারের শেষে দেখা যায় তিনি রাজনীতিবিদ হয়েছেন। অপু বিশ্বাসকেও দেখা যায় রোমান্টিক লুকে। পুরো ট্রেলার সাজানো হয় শাকিবের সংলাপ দিয়ে। শাকিব ও অপু ছাড়াও ট্রেলারে আইটেম গার্ল বিপাশাকে মেরিলিন মনরোর বিখ্যাত একটি শটে দেখা যায় । এ ছাড়া রাজনৈতিক অস্থিরতা, হরতাল ও গাড়ি ভাঙচুরের দৃশ্যও রয়েছে ক্লিপটিতে। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, আমি মনে করি বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বের সব জায়গাতে নিজের অবস্থান করে নেয়ার যোগ্যতা রাখে। কলকাতার চলচ্চিত্র হলেই সেটা বিগ বাজেটের হবে তা নয়। আমি আমার চলচ্চিত্রে সব ধরনের পূর্ণতা দিয়েছি। ‘রাজনীতি’ চলচ্চিত্রে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। গান করছেন ফুয়াদ ও অদিত। তবে শাকিব-বুবলির আলোচিত ‘রংবাজ’ চলচ্চিত্রটি এবার ঈদে দেখতে পাবে না দর্শক। এটি মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রূপরং চলচ্চিত্র। ঈদে মুক্তি দেয়ার জন্য রাতদিন কাজ করে চলচ্চিত্র শেষ করা হলো, সেন্সর বোর্ডে জমাও দেয়া হলো, সেই চলচ্চিত্র ঈদে কেন আসবে না এ প্রসঙ্গে চলচ্চিত্রের প্রযোজক মোজাম্মেল হক সরকার বলেন, শনিবার চলচ্চিত্রটি সেন্সর বোর্ড দেখবে। এরপর সিদ্ধান্ত দেবেন তারা। ঈদের দু’দিন আগেও সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তারপর চলচ্চিত্র মুক্তির জন্য অনেক প্রস্তুতি দরকার। যেমন পোস্টার ডিজাইন, ট্রেলার প্রস্তুত, প্রচার কিছুই তো করতে পারিনি। বড় বাজেটের চলচ্চিত্র। এসব বাদ দিয়ে এমন একটি চলচ্চিত্র ঈদে কীভাবে মুক্তি দেব? তিনি আরও বলেন, বাংলাদেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহ এখন নিয়ন্ত্রণ করে জাজ মাল্টিমিডিয়া। এবার এই প্রযোজনা প্রতিষ্ঠানের দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। সেখানে আমরা কীভাবে চলচ্চিত্র নিয়ে সফল হব? অবশ্যই ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এসব ভেবেই চলচ্চিত্রটি এবার ঈদে মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সামনে পরিকল্পনা করে তবেই চলচ্চিত্রটি মুক্তি দেব। এতে পরিচালক শামীম আহমেদ রনিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। চলচ্চিত্রটির বর্তমান পরিচালক আব্দুল মান্নান। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্র ও ভারতের ভেঙ্কটেশ ফিল্মস।
×