ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্মিংহাম ওপেন

শেষ চারে দুরন্ত কেভিতোভা

প্রকাশিত: ০৭:১৮, ২৫ জুন ২০১৭

শেষ চারে দুরন্ত কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার হুমকিতে পড়েছিল। অজ্ঞাত আততায়ীর ছুরিকাঘাতে টানা ৬ মাস কোর্টের বাইরে ছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছিল কব্জির শিরা-উপশিরা এবং স্নায়ু। তবে সেখান থেকে ফিরে এসেছেন পেত্রা কেভিতোভা। ক্রমেই তিনি উঠে যাচ্ছিলেন র‌্যাঙ্কিংয়ে ওপর দিকে। সেখানে ছেদ পড়েছিল। কিন্তু ফিরে এসে আবার সেই দাপট নিয়েই শুরু করেছেন। ফ্রেঞ্চ ওপেনে ফিরলেও অবশ্য দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন। এবার বার্মিংহামের এইগন ক্ল্যাসিকের সেমিফাইনালে উঠলেন তিনি। স্বদেশী লুসি সাফারোভার বিরুদ্ধে বছরের প্রথম ফাইনালে ওঠার জন্য লড়বেন কেভিতোভা। সাফারোভা হারিয়েছেন অস্ট্রেলিয়ার দারিয়া গাভ্রিলোভাকে। অপর সেমিতে লড়বেন স্পেনের গারবিন মুগুরুজা ও অস্ট্রেলিয়ার এ্যাশলেই বার্টি। টেনিস বিশ্বে একটি নিয়ম আছে অসুস্থতা কিংবা গর্ভাবস্থায় ১ বছর পর্যন্ত কোর্টের বাইরে থাকলে র‌্যাঙ্কিং কমে গেলেও সেটা বিবেচনায় আসে না। যে কোন টুর্নামেন্টে আগের র‌্যাঙ্কিং অনুসারেই সরাসরি খেলার সুযোগ পায়। এ কারণে ফ্রেঞ্চ ওপেনের মূল ড্র-তেই জায়গা করে নিয়েছিলেন কেভিতোভা। দারুণ জনপ্রিয় চেক প্রজাতন্ত্রের এ তরুণী প্যারিসে অবশ্য সুবিধা করতে পারেননি নিজের প্রত্যাবর্তনের আসরে। কিন্তু এ টেনিস তারকা বার্মিংহামে দারুণ দাপট দেখিয়ে চলেছেন। কোয়ার্টার ফাইনালে তিনি ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচকে হারিয়েছেন। ফর্মের তুঙ্গে থাকা এ ফরাসী তরুণী টুর্নামেন্টের পাঁচ নম্বর বাছাই। তাকে ৬-৪, ৭-৬ সেটে হারিয়ে বছরের প্রথম সেমি নিশ্চিত করেন কেভিতোভা। ঘাসের কোর্টের মৌসুমও শুরু হয়েছে এ টুর্নামেন্ট দিয়ে। কারণ উইম্বলডন এগিয়ে আসছে। আর এই গ্রাস কোর্ট মৌসুমের শুরুটা ভালই যাচ্ছে কেভিতোভার। কিন্তু কব্জির ইনজুরি নিয়ে টানা কতদিন বড় ম্যাচের চাপ নিতে পারবেন এ চেক তরুণী সেটাও দেখার বিষয়। তিনি বলেন, ‘আমি আগের চেয়ে ভাল খেলেছি, কিন্তু ম্যাচটা কঠিন ছিল। ম্যাচে অনেক কিছুই আমার জন্য ভাগ্যের ব্যাপার ছিল।’ এবার নিজের কাছের বন্ধুর বিরুদ্ধে লড়তে হবে সেমিতে। স্বদেশী সাফারোভাও উঠেছেন সেমিতে। অবশ্য সেজন্য অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে। ৯ নম্বর বাছাই অস্ট্রেলিয়ার দারিয়া গাভ্রিলোভার বিরুদ্ধে দীর্ঘক্ষণ তীব্র লড়াইয়ের পর সাফারোভা জিতেছেন ৬-৭ (৪-৭), ৬-৩, ৭-৬ (৭-৫) সেটে। এ আসরেও অবাছাই হিসেবে খেলছেন তিনি। তবে দুই সপ্তাহে দু’জন বাছাই খেলোয়াড়কে হারিয়ে দিলেন তিনি। এছাড়া সেমিতে উঠেছেন স্পেনের গারবিন মুগুরুজা। ৬ নম্বর বাছাই এ স্প্যানিশ তরুণীর সঙ্গে লড়াইটা জমে উঠেছিল যুক্তরাষ্ট্রের কোকো ভ্যানডেওয়েঘের। সমানে সমান লড়াইয়ে ম্যাচের অবস্থা যখন ৪-৬, ৬-৪ তখনই ইনজুরিতে পড়েন কোকো। গোড়ালির ইনজুরি নিয়ে আর নামতে পারেননি। এমনকি উইম্বলডনও খেলা অসম্ভব হয়ে যেতে পারে তার। শেষ পর্যন্ত স্বস্তিদায়ক শেষ চার নিশ্চিত হয় মুগুরুজার। তিনি সেমিতে লড়বেন অস্ট্রেলিয়ার এ্যাশলেই বার্টির বিরুদ্ধে। আশ্চর্যজনকভাবে এ ম্যাচেও ইতালির ক্যামিলা জিওর্জি ইনজুরির কারণে ম্যাচের মাঝপথে সরে দাঁড়ান। এর আগে পর্যন্ত ৫-২ ব্যবধানে এগিয়ে ছিলেন বার্টি। জিওর্জির বাঁ উরুতে ব্যথার কারণে আর খেলতে পারেননি। তিনি এই টুর্নামেন্টে তিন রাউন্ড কোয়ালিফাইং খেলেছেন। সেই চাপেই এটা হতে পারে।
×