ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জুভেন্টাস ছাড়ছেন আলভেজ

প্রকাশিত: ০৭:১৫, ২৫ জুন ২০১৭

জুভেন্টাস ছাড়ছেন আলভেজ

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ক্লাব পাল্টাচ্ছেন দানি আলভেজ। ব্রাজিলের তারকা এই ডিফেন্ডার এবার ছাড়ছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। গত বছর বার্সিলোনা ছেড়ে জুভেন্টাসে আসার পর মাত্র এক মৌসুম খেললেন এখানে। এবার পাড়ি জমাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটিতে। আলভেজের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জুভেন্টাসের প্রধান নির্বাহী গিওসেপে মারোত্তা। যদিও ম্যানচেস্টার সিটি তার সঙ্গে চুক্তির বিষয়টি বাতিল করেছে এমন গুজবে গত কয়েকদিন সরব ছিল ট্রান্সফার মার্কেট। ম্যানসিটির সঙ্গে আলভেজের দুই বছরের টুক্তির বিষয়টি প্রায় নিশ্চিতই ছিল। এমনকি জুভেন্টাসের পক্ষ থেকেও ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে ছেড়ে দেবার সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। যদিও জুভেন্টাসের সঙ্গে আলভেজের চুক্তি আরও এক বছর বাকি ছিল। সিটিতে যাওয়া নিশ্চিত হলে আবারও গুরু-শিষ্যের মিলন ঘটবে। কেননা সিটির বর্তমান কোচ পেপ গার্ডিওলার অধীনে দীর্ঘদিন বার্সায় খেলেছেন আলভেজ। কিছুদিন আগে আলভেজ জুভেন্টাসের সমর্থকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। মূলত স্ট্রাইকার পাওলো দিবালার ক্লাব ত্যাগের বিষয়টি নিয়ে আলভেজ মন্তব্য করেছিলেন। তবে মারোত্তা বলেছেন জুভ ও আলভেজের মধ্যে কোন তিক্ত সম্পর্ক নেই। মারোত্তা বলেন, এ ব্যাপারে দ্বিমতের কিছু নেই। সব খেলোয়াড়ের জন্যই এটা প্রযোজ্য। একটি ভিন্ন অভিজ্ঞতার কারণে আলভেস ক্লাব ছাড়তে চেয়েছে এবং আমরা তাকে ছেড়ে দিয়েছি। তার সঙ্গে বাকি থাকা চুক্তিটিও আমরা বাতিল করেছি। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে চাই। সে যা বলেছেন নিশ্চিতভাবে তাতে সম্পর্কটা খারাপ হবারই কথা। কিন্তু এই ধরনের কিছুই এখানে হয়নি। জুভেন্টাসে এক বছর থাকাকালীন আলভেজ ইতালিয়ান সিরি এ ও কোপা ইতালিয়া শিরোপা জিতেছেন। যদিও চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হার মানতে হয়েছে।
×