ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গৃহপরিচারিকার মৃত্যুতে ইউপি মেম্বার আটক

প্রকাশিত: ০৬:৫৭, ২৫ জুন ২০১৭

গৃহপরিচারিকার মৃত্যুতে ইউপি মেম্বার আটক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিয়ানীবাজারে গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ইউপি সদস্য মুমিনুল ইসলাম রুমনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ ঘটনার পর মুমিনুল ইসলামের স্ত্রী ফারহানা ইসলাম ও ভাই কানন ইসলাম পলাতক রয়েছেন। নিহত গৃহপরিচারিকা রেশম বেগমের (৪০) মরদেহ শনিবার ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। জানা যায়, শেওলা ইউনিয়নের দীঘলবাক গ্রামের মৃত মন্তাজ আলীর মেয়ে রেশম বেগম একই উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামের ইউপি সদস্য মুমিনুল ইসলাম রুমনের বাড়িতে গত ফেব্রুয়ারি মাস থেকে গৃহপরিচারিকার কাজ করে আসছে। দরিদ্রতার কারণে ভাইয়ের পরিবারে বড় হওয়ায় রেশম বেগমের বিয়েও হয়নি। স্থানীয়রা জানান রেশম বেগম কিছুটা আনমনা প্রকৃতির কারণে সংসারের কাজে অমনোযোগী ছিল। কাজকর্ম সঠিকভাবে করতে না পারায় শুরু থেকেই তার ওপর নির্যাতন চালানো হত। এ কারণে গত বৃহস্পতিবার রাতেও তার ওপর নির্যাতন করা হয়। আর এতেই মৃত্যু হয়। লংগদুতে আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ২৪ জুন ॥ লংগদু উপজেলায় পাহাড়ীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১৪ পরিবারদের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে । শনিবার লংগদুর সদরের তিনটিলা বৌদ্ধ বিহারের আশ্রয় কেন্দ্রে থাকা অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ হাজার টাকা ৩০ কেজি চাল, কাপড়সহ অন্যান্য নিত্য ব্যবহার্য্যসামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজি কামাল উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম, ৭নং লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। অজ্ঞান পার্টির খপ্পরে ৯ লঞ্চ যাত্রী স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঈদ উপলক্ষে লঞ্চে ঢাকা থেকে বরিশালে আসার পথে নয়জন যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। শনিবার ভোরে অচেতন যাত্রীরা বরিশাল নদী বন্দরে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। ঢাকা থেকে বরিশালে লঞ্চে আসা এসব যাত্রী অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে পড়েছেন। সূত্রমতে, অজ্ঞান পার্টির খপ্পরে পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, ঝালকাঠির নলছিটির বাসিন্দা সেলিম খান (৬০), পটুয়াখালীর বাউফলের বাসিন্দা আনসার উদ্দিন (৪০), নলছিটি এলাকার রাজীব (২৫), রাজবাড়ি এলাকার মকবুল (২২), শায়েস্তাবাদ এলাকার সোহেল (১৮), বানারীপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন (২৫), মঠবাড়িয়া এলাকার সনিম (২২), মনির (২৩) এবং বাকেরগঞ্জের বাসিন্দা শুভ (২০)। এরা সকলেই সুন্দরবন ও পারাবাত কোম্পানির বিভিন্ন লঞ্চের যাত্রী ছিলেন। কটিয়াদীতে গোপীনাথ জিউর রথযাত্রা আজ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৪ জুন ॥ কটিয়াদী উপজেলার আচমিতা ভোগবেতালে রবিবার বিকেল থেকে শুরু হচ্ছে পাঁচ শ’ বছরের ঐতিহ্য গোপীনাথ জিউর রথযাত্রা। এ উৎসব চলবে সপ্তাহব্যাপী। আগামী ৩ জুলাই সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে। হিন্দুদের দেবতা গোপীনাথ জিউর বিশেষ বাহন রথে চড়ে তার আদরের বোন শুভদ্রাকে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার জন্য ভাই বলরাম রথ চালিয়ে গোপীনাথ জিউর বাড়িতে আসেন।
×