ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কনস্টেবল আটক

প্রকাশিত: ০৬:৫৬, ২৫ জুন ২০১৭

চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কনস্টেবল আটক

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ২৪ জুন ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের একটি বাড়ি থেকে কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সিরাজুল ইসলাম (৩০) নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এ পুলিশ কনস্টেবলকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী হাতেনাতে আটক করে। সিরাজুল ইসলামের বাড়ি মাগুরায়। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত এমদাদুল হক জানান, শনিবার বেলা ১২টার দিকে দামুড়হুদা ছোট দুধপাতিলা জনৈক ব্যক্তির বাড়িতে দর্শনা শ্যামপুরে ওই ছাত্রীর সঙ্গে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির কনস্টেবল সিরাজুল ইসলাকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল সিরাজুল ইসলামকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়। ১১ ভাষার পরিষেবা ভারতের এয়ারটেল গ্রাহকরা *১২১# এই নম্বরে ফোন করলেই পেয়ে যাবেন ১১ ভাষার পরিষেবা। ইংরেজী, হিন্দি, বাংলা ছাড়া এখন থেকে ১১ ভাষার পরিষেবা দেবে ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। -ওয়ান ইন্ডিয়া মানব অঙ্গের থ্রিডি প্রিন্ট বিশ্বের প্রথম থ্রিডি মানব টিস্যু বানানোর প্রিন্টার বানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্টাকিভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান এ্যাডভান্সড সলিউশন্স। প্রিন্টারটিকে একটি রোবট পরিচালনা করবে। ফুসফুস, হৃৎপি-, কিডনি, হাড় ও মানবদেহের চামড়ার নকল বানাতেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে। -সিএনবিসি
×