ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব গার্মেন্টসে উৎসব ভাতা দেয়া হয়েছে ॥ বিজিএমইএ

প্রকাশিত: ০৬:৫৬, ২৫ জুন ২০১৭

সব গার্মেন্টসে উৎসব ভাতা দেয়া হয়েছে ॥ বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে শতভাগ গার্মেন্টস কারখানায় উৎসব ভাতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পোশাক রফতানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। এ ছাড়া তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত সব কারখানার শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে বলে তিনি দাবি করা করেছেন। তিনি আরও বলেন, দেশের ৯৮ শতাংশ তৈরি পোশাক কারখানার সব শ্রমিকদের চলতি জুন মাসের বেতন পরিশোধ করা হয়েছে। শনিবার রাজধানীর কাওরান বাজারের বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এসব কথা বলেন। ঈদ উপলক্ষে দেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিদ্দিকুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সব তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বেতন, উৎসব বোনাস ও জুন মাসের বেতন পরিশোধ কার্যক্রম তদারকি করেছে বিজিএমইএ। ইতোমধ্যে শতভাগ কারখানার শ্রমিকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হয়েছে। তিনি আরও বলেন, ৯৮ শতাংশ কারখানার শ্রমিকদের জুন মাসের অগ্রিম বেতনও পরিশোধ করা হয়েছে। বাকি ২ শতাংশ কারখানার শ্রমিকদের জুন মাসের বেতন শনিবারের মধ্যেই পরিশোধ করা হবে। তিনি বলেন, ঈদের আগে বেতন-ভাতা নিয়ে সমস্যা হতে পারে এমন কিছু কারখানার তালিকা আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে পেয়েছিলাম।
×