ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫০ হাজার টন চাল আমদানির দরপত্র আহ্বান

প্রকাশিত: ০৬:৫৪, ২৫ জুন ২০১৭

৫০ হাজার টন চাল আমদানির দরপত্র আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী গুদামের মজুদ কমে যাওয়া এবং স্থানীয় বাজারে দাম রেকর্ড বেড়ে যাওয়ায় ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। গত মে মাসের পর এটা নিয়ে চতুর্থ ধাপে চাল আমদানি করা হচ্ছে। সরকারী এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হচ্ছে, এর জন্য দরদাতা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ জুলাইয়ের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে। চুক্তির ৪০ দিনের মধ্যে দরদাতা প্রতিষ্ঠানকে এই চাল সরবরাহ করতে হবে। খবরে বলা হয়, আগাম বন্যায় স্থানীয় ফসলের মারাত্মক ক্ষতি হওয়ায় এবার মজুদ ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে। এরপরই সরকার চাল আমদানিতে ট্যাক্স কমানোর ঘোষণা দেয়। এ ঘোষণার পরই চাল আমদানির এ দরপত্র আহ্বান করা হলো। বাংলাদেশের বাজারে চালের চাহিদা বেড়ে যাওয়ায় এশিয়ার বাজারেও এ পণ্যের দর বেড়ে যাচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান গত সপ্তাহে রয়টার্সকে জানান, বাংলাদেশ ভিয়েতনাম থেকে সরকার টু সরকার পর্যায়ে ৫০ হাজার টন সিদ্ধ চাল এবং ২ লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই চাল টনপ্রতি যথাক্রমে ৪৭০ ডলার ও ৪৩০ ডলার দরে আমদানি হবে। তবে খবরে বলা হচ্ছে, এই দর আগের যে কোন দরপত্রে উল্লেখিত দর থেকে বেশি। বাংলাদেশ বর্তমানে দরপত্র আহ্বানের মাধ্যমে যথাক্রমে ৪০৬.৪৮ ডলার ও ৪২৭ থেকে ৪৪৫ ডলার দরে চাল আমদানি করছে। সরকার আগামীতে থাইল্যান্ড ও ভারত থেকেও চাল আমদানির জন্য আলোচনা করছে। এদিকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্রের (এলসি) বিপরীতে কোন ধরনের জামানত ছাড়াই ব্যবসায়ীদের চাল আমদানির জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। ৪ দিন ভ্যাট নিবন্ধন বন্ধ অর্থনৈতিক রিপোর্টার ॥ কারিগরি রক্ষণাবেক্ষণ ও মডিউল আপলোড করার কারণে ২৪ জুন শনিবার থেকে আগামী ২৭ জুন মঙ্গলবার পর্যন্ত ৪ দিন ভ্যাট অনলাইন সিস্টেমে ভ্যাট নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। ভ্যাট অনলাইনের উপ প্রকল্পের পরিচালক জাকির হোসেন বলেন, ভ্যাট রিটার্ন, রিফান্ডসহ এ পর্যন্ত যেসব মডিউল বানানো হয়েছে সে সব আপলোড করা হবে এ ৪ দিনে। সেজন্য অনলাইন সিস্টেম বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, গত ২৩ মার্চ থেকে অনলাইনে ভ্যাট নিবন্ধন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) পর্যন্ত ৫০ হাজার ১৭১ নিবন্ধন হয়েছে।
×