ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাঙ্ককে বিপ্লব বার্ষিকীতে মানবাধিকার কর্মী আটক

প্রকাশিত: ০৬:৫১, ২৫ জুন ২০১৭

ব্যাঙ্ককে বিপ্লব বার্ষিকীতে মানবাধিকার কর্মী আটক

ব্যাঙ্ককে শনিবার এক মানবাধিকার কর্মী ১৯৩২ সালের গণতান্ত্রিক বিপ্লব দিবস পালনের চেষ্টা করলে তাকে গ্রেফতার করে থাই কর্তৃপক্ষ। ওই বিপ্লবে দেশে নিরঙ্কুশ রাজতন্ত্রের পতন হয়। পুলিশ বলেছে, এটা এমন এক ঐতিহাসিক ঘটনা যা পালন করা নিষিদ্ধ হয়ে উঠেছে ক্রমেই এ রাজতন্ত্র সমর্থিত সামরিক জান্তার অধীন প্রশাসনে। খবর এএফপির। ওই রক্তপাতহীন বিপ্লবে ১৯৩২ সালের ২৪ জুন থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয় সংসদীয় গণতন্ত্র। কিন্তু কয়েক দশক ধরে প্রায়ই ঘটে চলেছে সামরিক অভ্যুত্থান এবং এ অভ্যুত্থানেরই ফলস্বরূপ দেশটিতে ক্ষমতায় বর্তমান সেনাশাসিত সরকার। সাম্প্রতিক বছরগুলোতে গণতন্ত্র আন্দোলনকারীদের ক্ষুদ্র গ্রুপগুলো দিবসটি পালনের জন্য সমবেত হয়ে এসেছে এক ক্ষুদ্র তাম্রফলকে পুষ্পার্ঘ্য প্রদানের লক্ষ্যে। এ স্থানটিতেই বিপ্লবীরা রাজতন্ত্রের তীব্র সমালোচনা করে অগ্নিবর্ষণ ভাষণে ঘোষণা করেছিলেন নিরঙ্কুশ রাজতন্ত্রের অবসান এবং এর স্মরণেই বসানো হয় ফলকটি। কিন্তু ব্যাঙ্ককের রয়্যাল প্লাজা থেকে এ ৩০ ইঞ্চি মাপের ফলকটি এপ্রিলে সরিয়ে নেয়া হয় রহস্যজনকভাবে এবং রাজতন্ত্রের পক্ষে একটি নতুন বার্তা সংবলিত ফলক লাগিয়ে দেয়া হয় সেখানে। অনন্য রেকর্ড সবচেয়ে বয়স্ক নারী হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার গৌরব অর্জন করলেন মার্কিন নারী প্যাট গ্যালান্ট সারেটি। ৬৬ বছর বয়স্ক প্যাট শনিবার এ দুঃসাধ্য সাধন করেন। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে তিনি ১৮ ঘণ্টা সময় নেন। এর আগে তিনি সবচেয়ে বয়স্ক নারী হিসেবে ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা চ্যানেল, জাপানের টসুগারু প্রণালী, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যকার নর্থ চ্যানেল এবং হাওয়াইয়ের মলোকাই চ্যানেল পাড়ি দেন। -বিবিসি সবচেয়ে উঁচু ভবন এবার আফ্রিকার কেনিয়ায় তৈরি হচ্ছে মহাদেশটির সবচেয়ে উঁচু ভবন। রাজধানী নাইরোবির কাছে কিলিমানজারো পর্বতের একটি পাহাড়ের চূড়ায় এটি তৈরি হচ্ছে। কিলিমানজারোর চূড়াগুলোয় আফ্রিকার সবচেয়ে উঁচু স্থান। ভবনটির নাম দেয়া হয়েছে ‘পিনাসেল’। ভবনটি তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে এবং ২০১৯ সালের ডিসেম্বরে এটির কাজ শেষ হবে। তখন ৩০০ মিটার উঁচু এ ভবনটি জোহানেসবার্গের কার্লটন সেন্টারকে পেছনে ফেলবে। -সিএনএন
×