ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ভবিষ্যত প্রজন্মের জন্য সবুজ, পরিচ্ছন্ন বিশ্ব গড়ি’

প্রকাশিত: ০৬:৫০, ২৫ জুন ২০১৭

‘ভবিষ্যত প্রজন্মের জন্য সবুজ, পরিচ্ছন্ন বিশ্ব গড়ি’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সাবেক গবর্নর আর্নল্ড সোয়ার্জনেগার পৃথিবী নামক গ্রহটিকে বাঁচানোর লক্ষ্যে দলমত-নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক বৈঠকের পর তিনি এই আহ্বান জানান। খবর এএফপির। তিনি বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে এই গ্রহের আলো, বাতাস ও পানি ব্যবহার করে থাকি। এখানে ডান বা বাম বলে কিছু নেইÑকোন বাতাসকে রক্ষণশীল আবার কোন বাতাসকে লিবারেল বা উদারপন্থী বলে চিহ্নিত করা যায় না তেমনিভাবে রক্ষণশীল পানি বা লিবারেল পানির কোন অস্তিত্ব এই গ্রহে নেই। তাই এটিকে কোন রাজনৈতিক ইস্যু বানিয়ে দ্বিধাবিভক্ত নয় বরং সম্মিলিতভাবে আমাদের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের পর টার্মিনেটর মুভির এই জনপ্রিয় তারকা জলবায়ু চুক্তি বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দিলেন। তিনি বলেন, আমাদের সন্তান-সন্ততি ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ ও পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলা এবং এটিকে আমরা যে অবস্থায় পেয়েছি তার চেয়ে ভাল অবস্থায় আগামী প্রজন্মের হাতে তুলে দেয়া আমাদের দায়িত্ব। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যেতে হবে। অবকাশ যাপনে ইন্দোনেশিয়ায় সপরিবারে ওবামা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবার নিয়ে ১০ দিনের অবকাশ যাপন করতে ইন্দোনেশিয়া গেছেন। এ সময়ে তিনি বালি ও জাকার্তায় থাকবেন। শনিবার কর্মকর্তারা এ কথা জানান। ওবামা ইন্দোনেশিয়ায় ছোটবেলার বেশকিছু সময় কাটান। খবর এএফপির। স্থানীয় এক সামরিক কর্মকর্তা জানান, সাধারণ পোশাকে ওবামা তার স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে পর্যটন দ্বীপ বালিতে পৌঁছান। ‘তারা শুক্রবার রাতে এখানে পৌঁছেছেন। এরপর তারা উবুদুর হোটেলে উঠেন।’ ওবামা ভোরে ঘুম থেকে উঠে নদী তীরবর্তী সবুজ এই পর্যটন কেন্দ্রে কিছু সময় শরীর চর্চা করেন। সামনের সপ্তাহে ওবামা পরিবার ইয়োগইয়াকার্তার উদ্দেশে রওয়ানা দেবে। সেখানে তাদের প্রাচীন বোরোদুদুর মন্দির পরিদর্শনের কথা রয়েছে। সেখান দুই দিন কাটিয়ে তারা জাকার্তার উদ্দেশে রওয়ানা দেবেন। ওবামার ডিভোর্সি মা একজন ইন্দোনেশিয়ান নাগরিককে বিয়ে করেন। সেই সূত্রে ১৯৭০ সালের আগে বালক ওবামা চার বছর জাকার্তায় কাটান। ওবামার শৈশব ও ইন্দোনেশিয়ার সংস্কৃতির সঙ্গে তার পরিচিতির কারণে অনেক ইন্দোনেশীয় নাগরিক ওবামাকে কাছের মানুষ মনে করেন।
×