ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট নেই

প্রকাশিত: ০৬:২৬, ২৫ জুন ২০১৭

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট নেই

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ জুন ॥ ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজট নেই। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনও যানজট না হওয়ায় স্বাভাবিকভাবেই মহাসড়কে যানবাহন চলাচল করছে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত ঈদে ঘরমুখো মানুষ মহাসড়কে যানবাহনের ভোগান্তি এড়িয়ে নিজ নিজ ঘরে ফিরছে। ঈদের এ সময় মহাসড়কের গোড়াই, মির্জাপুর, পাকুল্লা, করটিয়া ও এলেঙ্গায় তীব্র যানজট হয়ে থাকে। কিন্তু এবার এখন পর্যন্ত এসব স্থানে কোন যানজট হয়নি। আর যানজট নিরসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে নিরলসভাবে কাজ করছেন। টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম জানান, এখন পর্যন্ত মহাসড়কে কোন যানজটের দেখা মেলেনি। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে গেল বছরগুলোর তুলনায় এবার অনেক বেশি পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। মহাসড়কের টাঙ্গাইল অংশের প্রায় ৬৫ কিলোমিটার সড়ককে ৬টি ভাগে বিভক্ত করে আট শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও ৪৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এই মহাসড়কে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলার প্রতিদিন গড়ে ১০-১৫ হাজার যানবাহন চলাচল করে। প্রতি ঈদে ঘরমুখো মানুষের চাপে সেই সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। সরেজমিনে এলেঙ্গা, করটিয়া বাইপাস, তারুটিয়া বাইপাস, রাবনা বাইপাস, নাটিয়াপাড়া, পাকুল্লাসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। মহাসড়কের টাঙ্গাইলের অংশে গাড়ির সংখ্যা কম থাকায় কোন যানজটের সৃষ্টি হয়নি। তবে বিভিন্ন গার্মেন্টস ছুটি হওয়ার পর যানবাহনের চাপ বাড়তে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তখন মহাসড়কে যানজটের সৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টি হলে মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি অনেকাংশে বেড়ে যাবে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, শনিবার মহাসড়কে টাঙ্গাইলের অংশে কোন যানজট নেই। গাড়ির চাপও নেই। অন্যান্য সময়ের চেয়ে মহাসড়কে গাড়ির সংখ্যা কম। তবে রবিবার সকাল থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হতে পারে। যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তিনি আরও বলেন, মহাসড়কে যানজট নিরসনে এবার মোটরসাইকেলে মোবাইল টিম কাজ করছেন। এর ফলে তারা দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে ব্যবস্থা নিতে পারছেন। স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত তিনদিন যানবাহনের ধীরগতি থাকলেও শনিবার স্বাভাবিক গতিতে যান চলাচল করেছে। মহাসড়কে যানজট নেই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি একেএম শহীদুল হক। তিনি আরও বলেন, অন্যান্য বারের তুলনায় এবার সড়কপথে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম। মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকলেও পচনশীল পণ্যবাহী ও তৈরি পোশাক শিল্পের স্বার্থে সংশ্লিষ্ট গাড়িগুলো চলাচলের সুযোগ দেয়া হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
×