ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারাদেশে কোথাও কোন যানজট নেই ॥ সড়ক পরিবহনমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৬, ২৫ জুন ২০১৭

সারাদেশে কোথাও কোন যানজট নেই ॥ সড়ক পরিবহনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাসহ সারাদেশের সড়ক পরিস্থিতি ভাল রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সারা দেশের কোথাও কোন যানজট দেখা যায় নাই। শুধু মাত্র মহাসড়কে যানাবহনের ধীরগতি রয়েছে। এক সাথে এত মানুষ এবং এত পরিবহন চলাচল করলে কিছুটা তো ধীরগতি থাকতেই পারে। তিনি বলেন, যারা রাস্তায় চলেন, যানবাহনে চলেন, তাদের যাত্রাপথে নিজেদের সেফটি সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, আর্থ-সামাজিকভাবে নিম্ন আয়ের মানুষ খরচ বাঁচার জন্য সিমেন্টবাহী ট্রাকে উঠেছিল বলে রংপুরে বেশ কয়েকজন মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঈদে ঘরমুখো মানুষকে ট্রাকে ও বাসের ছাদে ভ্রমণ না করার আহ্বান জানান তিনি। রংপুরে ট্রাক উল্টে নিহতের ঘটনায় তদন্ত কমিটি নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুরের পীরগঞ্জের কলাবাগান এলাকায় যাত্রীবাহী ট্রাক উল্টে ১৭ জনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় একটি তদন্ত টিম গঠন করেছি। শনিবার দুপুরে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে রংপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাই আমাদের উচিত, আমরা কেউ যেন গাড়ির ছাদে চড়ে ঝুঁকিপূর্ণভাবে বাড়িতে না যাই। আমি রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে সাহায্যের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। তিনি বলেন, দেশে জঙ্গী হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলা হবে- এ আশঙ্কা আমরা কখনও করিনি। তারপরও জঙ্গীরা হামলা করেছে। বিএনপির আন্দোলন চোরাবালির মধ্যে আটকে গেছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।
×