ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ উপলক্ষে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করেছেন খালেদা জিয়া

প্রকাশিত: ০০:১৬, ২৪ জুন ২০১৭

ঈদ উপলক্ষে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করেছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বেরর মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। খালেদা জিয়া বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে করার লক্ষে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। খালেদা জিয়া বলেন, চাঁদাবাজীর জুলুম, সন্ত্রাসের নানা ডালপালা এবং নিত্য পণ্যের চরম মূল্য বৃদ্ধির অভিঘাত সত্ত্বেও ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান-প্রদান। স্বচ্ছল মানুষ দেশীয় উৎপাদক ও বিপন্ন মানুষের কথা মনে রেখে বিদেশ না গিয়ে ঈদের কেনাকাটা দেশেই করবেন বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।
×