ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অল্প কিছু টাকা বা সময় বাঁচাতে পরিবহনের ছাদে চড়বেন না: আইজিপি

প্রকাশিত: ২২:১২, ২৪ জুন ২০১৭

অল্প কিছু টাকা বা সময় বাঁচাতে পরিবহনের ছাদে চড়বেন না: আইজিপি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ঈদের আগে বা পরের সময় যখন রাস্তা কিছুটা ফ্রি থাকে, তখন দুর্ঘটনাগুলো হয়। দুর্ঘটনার অনেক কারণ আছে। তারমধ্যে গাড়ির ছাদে যাত্রী বহন করা। ট্রাকে যাত্রী পরিবহন করা। ট্রাকে যাত্রীবহন করা সস্পুন্ন নিষিদ্ধ। ট্রাক হলো মালামাল বহন করার জন্য। এগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা টার্মিনাল বা স্টাডিং পয়েন্টে চেষ্টা করি। কিন্তু পথে বিভিন্ন পয়েন্টে ড্রাইভার অতিরিক্ত টাকার জন্য যাত্রী তুলে। খালি ট্রাক নিয়ে ড্রাইভার ঘুরাঘুরি করে যাত্রী তোলার জন্য। কিন্তু যেখানে আমাদের নজর আসে আমরা এগুলো বন্ধ করি। আইজিপি আরও বলেন, আমার জণসাধারণের কাছে আবেদন থাকবে নিজের নিরাপত্তা নিজের বিধান করতে হবে। প্রত্যেক নাগরিকের সেভ অব সিকিউরিটি থাকবে হবে। অল্প কিছু টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বাস, ট্রেনের ছাদে উঠবে, লঞ্চে অভার লোড হবে এবং ট্রাকে যাত্রী হলে চড়লে এতে অনেক সময় নিজের জীবন বিপন্ন হতে পারে। আজকে রংপুরে ট্রাক উল্টে ১৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। শনিবার বেলা সাড়ে এগারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উদ্যোগে নির্মিত ওয়াচ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। এ সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজ মো: সফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজ আতিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজ মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল -ক) মোঃ শরফুদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) সাজিদুর রহমান, সোনারগাঁও থানার ওসি এসএম মঞ্জুর কাদের ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার প্রমূখ। ঈদে ঢাকা শহর ছাড়ছে প্রায় কোটি মানুষ তাদের বাড়ি ঘরের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ঢাকার শহরের বড় বড় আবাসিক ও বাণিজ্যিক ভবনে সিসিটিভি ক্যামেরা ও নিজস্ব সিকিউরিটি আছে। পুলিশ বিশেষ ব্যবস্থায় চেক পোষ্ট, মোবাইল টিম, পেট্রোল টিমসহ ব্যক্তিগত ও এরিয়া সিকিউরিটির সাথে সমন্বয় করে ঈদে ঢাকার শহরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সিদ্ধিরগঞ্জে আরেকটি ওয়াচ টাওয়ার উদ্বোধন ॥ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিরাইলের ইউটার্ণ এলাকায় আরেকটি ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোঃ শরফুদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) সাজিদুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার, টিআই মুরাদ হোসেন, টিআই মোল্যা তাসলিম হোসেন, টিআই শরীফ হোসেন ও টিআই সাখাওয়াত হোসেন।
×