ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে নয়: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ২২:০৮, ২৪ জুন ২০১৭

ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে নয়: ডিএমপি কমিশনার

অনলাইন রিপোর্টার ॥ জাতীয় ঈদগাহে ঈদ জামাতে যাওয়ার সময় এবার জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিতে সবাইকে অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদু্জ্জামান মিয়া। পুলিশের তল্লাশির সময় জায়নামাজ দেখতে চাওয়া হলে সবাইকে সহযোগিতা করতেও অনুরোধ করেছেন তিনি। শনিবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহে আসার সময় প্রত্যেককে তল্লাশির মধ্যে দিয়ে আসতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে সোম অথবা মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা। বরাবরের মত এবারও ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় হবে ঈদের প্রধান জামাত। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, কোনো ধরনের জঙ্গি হুমকি নেই। শনিবার ঈদগাহ পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনও বলেছেন, জাতীয় ঈদগাগে ঈদুল ফিতরের প্রধান জামাতে নাশকতার কোনো আশঙ্কা তারা দেখছেন না।
×