ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচন ঠেকানোর ক্ষমতা খালেদার নেই ॥ ভোলায় বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২১:৫৬, ২৪ জুন ২০১৭

নির্বাচন ঠেকানোর ক্ষমতা খালেদার নেই ॥ ভোলায় বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবার আর খালেদা জিয়া সেই ভুল করবেন না। খালেদা জিয়া নির্বাচনে আসবেন। আর তিনি যদি নির্বাচনে না আসেন তবুও নির্বাচন হবে। নির্বাচন ঠেকানোর ক্ষমতা খালেদা জিয়ার নেই। কারন তিনি ২০১৪ সালে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এবারও ব্যর্থ হবেন। মন্ত্রী আরও বলেন, আগামী ২৮ জুন বাজেট নিয়ে প্রধানমন্ত্রী তার সমাপনী ভাষণে বেশ কিছু প্রস্তাব তুলে ধরবেন। তার ওই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তা হলে এই বাজেট হবে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বাজেট। শনিবার সকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নে গরীব দু:স্থদের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বাণিজ্যমন্ত্রী তোফালে আহমেদ এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে কোন উন্নয়ন হয় না। হয় লুটপাট। খালেদা জিয়া ইফতার পার্টিতে গালিগালাজ করেন। তার ভিরতে কোন ভদ্রতা নেই। তিনি বলেন খালেদা ও জিয়া দেশে জঙ্গী সৃষ্টি করেছে। হাওয়া ভবন থেকেই শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করা হয়। দেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশ এখন উন্নয়নের মহা সড়কে। আগামী এক বছরের মধ্যে ভোলায় কোন কাচা রাস্তা থাকবে না। সমাবেশ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে। তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সরকার নির্বাচন কমিশনকে সহায়তা দিবে। খালেদা জিয়া বলেছেন তিনি শেখ হাসিনার অধিনে নির্বাচন করবেন না। কিন্তু মানুষ মনে করে খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন না করে যে ভুল করেছেন। এবার আর খালেদা জিয়া সেই ভুল করবেন না। খালেদা জিয়া এবার নির্বাচনে আসবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ।
×