ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোন ক্লাবের হয়ে খেলতে পারেন ধোনি?

প্রকাশিত: ১৯:৫২, ২৪ জুন ২০১৭

কোন ক্লাবের হয়ে খেলতে পারেন ধোনি?

অনলাইন ডেস্ক ॥ সব কিছু ঠিকঠাক চললে ফের একবার শ্যামবাজার ক্লাবের জার্সি পরে ময়দানে আবির্ভূত হতে পারেন মহেন্দ্র সিং ধোনি। আগামী বছরের জানুয়ারিতে। ইডেনে পি সেন ট্রফির সেই বিধ্বংসী ডাবল সেঞ্চুরি করার ১৩ বছর পর। তবে কোনো টুর্নামেন্টে নয়। এবার শ্যামবাজারের হয়ে ধোনি খেলতে পারেন একটি প্রদর্শনী ম্যাচে। যে ম্যাচে তাঁর প্রতিপক্ষ দলে থাকতে পারেন ঋদ্ধিমান সাহা। হ্যাঁ, জাতীয় টেস্ট দলের প্রাক্তন ও বর্তমান উইকেটকিপারের অভিনব দ্বৈরথের মঞ্চ তৈরি হয়ে যেতে পারে শীতের কলকাতায়। উপলক্ষ, শ্যামবাজার ক্লাবের এক শ বছর পূর্তি। শতবর্ষ উপলক্ষে আগামী বছর এক ঝাঁক কর্মসূচি নিয়েছে শ্যামবাজার ক্লাব। যার মধ্যে অন্যতম, ক্লাবের হয়ে বিভিন্ন সময়ে খেলা ক্রিকেটারদের নিয়ে দুটি দল গড়ে একটি প্রদর্শনী ম্যাচ। ধোনি ও ঋদ্ধিমান জাতীয় দলের দুই উইকেটকিপার-ব্যাটসম্যানকেই সেই ম্যাচে খেলানোর চেষ্টা করা হচ্ছে। দুজনই যে শ্যামবাজার ক্লাবের প্রাক্তন ক্রিকেটার। ২০০৫ সালে শ্যামবাজারের হয়ে পি সেন ট্রফি খেলেছিলেন ধোনি। ইডেনে জর্জ টেলিগ্রাফ ক্লাবের বিরুদ্ধে ১২৬ বলে তাঁর ২০৭ রানের ঝড় এখনও স্থানীয় ক্রিকেটে রূপকথা। সেই ইনিংসে ২০টি বাউন্ডারি ও ১০টি বিশাল ছক্কা মেরেছিলেন ধোনি। যার মধ্যে একটি ছক্কা উড়ে গিয়ে পড়েছিল ইডেনের গ্যালারির ছাদে। সেই ম্যাচে ঋদ্ধিমান ছিলেন ধোনির সতীর্থ। শ্যামবাজার ক্লাবের সচিব তথা বোর্ডের প্রাক্তন যুগ্ম সচিব গৌতম দাশগুপ্ত জানান, শতবর্ষ উপলক্ষে শ্যামবাজার ক্লাবে খেলে যাওয়া ক্রিকেটারদের নিয়ে একটি প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হবে। সেই ম্যাচে দুটো দলে ধোনি এবং ঋদ্ধিমানকে খেলানোর চেষ্টা চলছে। এস শ্রীরামও খেলতে পারে। পাশাপাশি রণদেব বসু, সৌরাশিস লাহিড়ী, শিবশঙ্কর পাল, দেবব্রত দাস, সৌরভ সরকারের মতো শ্যামবাজারের প্রাক্তনদেরও খেলার প্রস্তাব দেওয়া হবে। আগামী বছর জানুয়ারি মাসে ম্যাচটা হবে। ধোনি কি খেলার সম্মতি দিয়েছেন? গৌতম বললেন, ধোনির সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। ঝাড়খণ্ডের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে ফেব্রুয়ারি-মার্চ মাসে যখন কলকাতায় এসেছিল, তখন ওকে পুরো ব্যাপারটা বলেছি। শ্যামবাজার ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে আসার ব্যাপারে ধোনি নিজে খুব আগ্রহী। আমাদের সমস্ত সূচি চূড়ান্ত হয়ে গেলে ওকে জানাতে বলেছে। আশা করছি ও আসবে। ১৯১৮ সালে শ্যামবাজার ক্লাবের পথ চলা শুরু। প্রথম দিকে ফুটবল ও ভলিবল প্রাধান্য পেত। পরে ক্রিকেট দলও তৈরি হয়। গত শতাব্দীর ষাটের দশকে সিএবির অনুমোদন পায়। ১৯৭৭-৭৮ মৌসুম থেকে স্থানীয় ক্রিকেটের প্রথম ডিভিশনে খেলছে। গৌতম বললেন, একটি প্রদর্শনী ফুটবল ম্যাচও হবে। কোনো বড় ক্লাবের সঙ্গে খেলতে পারি আমরা। গৌতম যোগ করলেন, প্রাক্তন কয়েকজন ক্রিকেটারকে নিয়ে একটা টক-শো করা হবে। পরিকল্পনা সারা। এবার শুধু ক্যাপ্টেন কুলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
×