ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গর্ভবতী নারীরাও এবার খুন করতে পারবেন!

প্রকাশিত: ১৯:০২, ২৪ জুন ২০১৭

গর্ভবতী নারীরাও এবার খুন করতে পারবেন!

অনলাইন ডেস্ক ॥ গর্ভবতী নারীরা এবার খুনও করতে পারবেন। নিউ হ্যাম্পশায়ারের সেনেটে বৃহস্পতিবার এরকমই একটি আইন পাস করা হয়েছে। দ্য রিপাবলিকান শাসনাধীন সেনেটে এ মাসেই আনা হয় নতুন সেনেট বিল ৬৬, এক অর্থে যাকে বলা চলে ‘ভ্রুণ হত্যা’। এ মাসেই রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতায় থাকা আইনসভা একটি বিল পাস করে, যে বিল অনুযায়ী কেউ যদি ২০ সপ্তাহের বেশি সময়ের কোনো ভ্রুণ হত্যার জন্য দায়ী হয় তবে তাকে কোনো ব্যক্তি হত্যার মতোই গুরুতর শাস্তি দেয়া হবে। ৩৮টি অন্য রাজ্যেও এই একই নিয়ম জারি করা হয়েছে। সেনেট বিল ৬৬ অনুযায়ী, কোনো নারী তাঁর এবং তাঁর চিকিৎসকের ইচ্ছায় গর্ভপাত করাতে পারেন। কিন্তু দুই কক্ষেই বিলটি পাস হয়ে যাওয়ার পরে গোলমালটি চোখে পড়ে। অনেকেই বলেন, এই বিলে যে ভাষায় নারীদের ব্যতিক্রম হিসাবে রাখা হয়েছে, তা এতটাই অস্পষ্ট যে মনে করা যেতেই পারে, নারীরা যে কাউকে খুনও করতে পারেন। নতুন বিল প্রসঙ্গে আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এক অর্থে নিজেদের হাতে আইন তুলে নেওয়ার অনুমতিপত্র দেওয়া হল গর্ভবতী নারীদের। নিউ হ্যাম্পশায়ারের বিরোধী ডেমোক্রাট সদস্যরা এই বিলের বিরোধিতা করেছেন। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, গর্ভপাত যদি কারোর কারণে হয় তার জন্য পুলিশ- প্রশাসন রয়েছে দোষীকে শাস্তি দিতে। দরকার পড়লে শাস্তির সঙ্গে জরিমানা পর্যন্ত করা হতে পারে। কিন্তু তাই বলে একজন গর্ভবতী নারীকে খুন করার অনুমতি দেওয়াকে একেবারেই মানা যাচ্ছে না। তাঁদের দলের কোনো সদস্যের সঙ্গে আলোচনা না করেই রিপাবলিকানরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই এই বিলটি গভর্নরের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। যদি গভর্নরের অনুমোদন মেলে তবে এই আইনটি ২০১৮ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে। সূত্র: ইন্টারনেট
×