ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমান প্রতিরক্ষা মহড়া চালাল জাপান

প্রকাশিত: ১৯:০০, ২৪ জুন ২০১৭

বিমান প্রতিরক্ষা মহড়া চালাল জাপান

অনলাইন ডেস্ক ॥ একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। আমেরিকার পাশাপাশি উত্তর কোরিয়ার টার্গেটে এখন জাপান। আর যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমান প্রতিরক্ষা মহড়া চালাল জাপান। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় প্রস্তুতি সেরে রাখতেই এই মহড়া চালাল জাপান সেনাবাহিনী। গত মে মাসে ওয়াশিংটন এবং টোকিওর শীর্ষ সম্মেলনের সরাসরি ফল হিসেবে একে মনে করা হচ্ছে। কারণ এই শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় জাপান-মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। আর তা কার্যকর হল এতদিনে। মহড়ায় প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ বা প্যাক-৩ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিসাইল ব্যবহার করা হয়। টোকিও এবং সাইতামার কাছে অবস্থিত ক্যাম্প আসাকায় এই মহড়া চালানো হয়। আগামীতে গোটা জাপানসহ জাপানের সব মার্কিন ঘাঁটিতেও মহড়া চালানোর পরিকল্পনা করা হয়েছে।
×