ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৬৩ দেশকে পেছনে ফেলে জাতিসংঘের পুরস্কার পেলো মমতার ‘কন্যাশ্রী প্রকল্প’

প্রকাশিত: ১৮:৫৯, ২৪ জুন ২০১৭

৬৩ দেশকে পেছনে ফেলে  জাতিসংঘের পুরস্কার পেলো মমতার ‘কন্যাশ্রী প্রকল্প’

অনলাইন ডেস্ক ॥ ৬৩টি দেশকে পেছনে ফেলে সেরার শিরোপা অর্জন করলো ওপার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে ৫৫২টি নাগরিক পরিষেবা প্রকল্পের মধ্যে শ্রেষ্ঠ প্রকল্প হিসাবে জাতিসংঘ বেছে নিল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘কন্যাশ্রী প্রকল্প’। মঞ্চে পুরষ্কার নিতে উঠে আবেগতাড়িত হয়ে পড়লেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মঞ্চ থেকে প্রশাসনিক সভা। কন্যাশ্রী প্রকল্প নিয়ে বরাবর গর্ব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী দাবি করেছেন তার সরকার যতগুলি প্রকল্প চালু করেছে তার মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী। রাজ্যের কন্যা সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করতে ২০১৩য় চালু হয় এই প্রকল্প। বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে কলকাতা। প্রায় ৩৯ লক্ষ ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছে। কন্যাশ্রীর জন্য ইউনিসেফ আগেই রাজ্যকে পুরস্কৃত করে। এরপর ফের সেরার শিরোপা রাজ্যের মুকুটে। নেদারল্যান্ডের দ্য হেগ শহরে জাতিসংঘের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুরু থেকেই যথেষ্ট নার্ভাস ছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে মঞ্চে বক্তব্য রাখার সময় নার্ভাসের ছাপ ধরা পড়ে মুখ্যমন্ত্রীর চোখে-মুখে। এরপর বিশ্বের মোট ৬৩টি দেশকে পেছনে ফেলে শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে বাংলার ‘কন্যাশ্রী’ প্রকল্পকে বেছে নেয় জাতিসংঘ। ৬৩ টি দেশের মোট ৫৫২টি প্রকল্পের মধ্যে কন্যাশ্রী প্রথম হওয়ায় স্বভাবতই পুরষ্কার নিতে উঠে আবাগতাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
×