ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিল বাড়লেও রাজধানীর গ্যাস সঙ্কট কাটানোর উদ্যোগ নেই

প্রকাশিত: ০৪:১৭, ২৪ জুন ২০১৭

বিল বাড়লেও রাজধানীর গ্যাস সঙ্কট কাটানোর উদ্যোগ নেই

স্টাফ রিপোর্টার ॥ দফায় দফায় বিল বাড়ানো হলেও রাজধানীতে গ্যাসের সঙ্কট কাটানোর নেই কোন উদ্যোগ। গ্যাসের অভাবে অনেক এলাকায় দিনে চুলাই জ্বলছে না। ফলে রান্নার জন্য অপেক্ষা করতে হচ্ছে গভীর রাত পর্যন্ত। রমজানে সঙ্কট আরও তীব্র হওয়ায় ভোগান্তিও বেশি হচ্ছে। রাজধানীর দক্ষিণখান, আশকোনা, ভাটারাসহ আশপাশের এলাকার বেশিরভাগ বাড়িতেই এখন গ্যাসের সঙ্কট। রমজানে এই সঙ্কট আরও তীব্র আকার নিয়েছে। দিনে গ্যাসের চাপ না থাকায় রান্নার জন্য অপেক্ষা করতে হচ্ছে রাত পর্যন্ত। ফলে রোজাদারদের ইফতারের খাবার রান্নার বদলে কিনতে হচ্ছে বাইরে থেকে। উত্তরখান-দক্ষিণখানসহ আশপাশের এলাকায় গ্যাসের জন্য দীর্ঘদিন ধরে চলছে হাহাকার। ফলে অনেকেই লাইনের গ্যাস ছেড়ে সিলিন্ডার ব্যবহারে বাধ্য হচ্ছেন। একদিকে গ্যাসের তীব্র সঙ্কট অন্যদিকে দফায় দফায় বাড়তি বিলের খ—গ। মূল্যস্ফীতির এমন সময়ে রাজধানীবাসীর কাছে তা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে’ দেখা দিয়েছে। গ্যাস সঙ্কট শুরু হয়েছে, রাজধানীর মোহাম্মদপুর, আজিমপুর, মনিপুরিপাড়া, রামপুরা, উত্তরাসহ বেশ কয়েকটি এলাকায়। তিতাস গ্যাস পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ জানান, শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোয় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ঈদের পর সরবরাহ স্বাভাবিক হয়ে আসলে গ্যাস সঙ্কট কমে আসবে বলেও জানালেন তিনি।
×