ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে জম্মু-কাশ্মীর পুলিশের শীর্ষ আধিকারিক খুন

প্রকাশিত: ২১:৩৫, ২৩ জুন ২০১৭

শ্রীনগরে জম্মু-কাশ্মীর পুলিশের শীর্ষ আধিকারিক খুন

অনলাইন ডেস্ক ॥ জম্মু-কাশ্মীরের ডেপুটি পুলিশ সুপারকে পিটিয়ে, পাথর দিয়ে থেঁতলে খুন করল উত্তেজিত জনতা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শ্রীনগরের নওহাট্টার জামিয়া মসজিদের সামনে। রাতের প্রার্থনার জন্য মসজিদে একে একে হাজির হচ্ছিলেন মানুষ। রাত তখন সাড়ে ১২টা। হঠাতই এক ব্যক্তিকে মসজিদের বাইরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সবে তখন প্রার্থনা শুরু হয়েছে। অভিযোগ, সে সময় হঠাত্ই ওই ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকে ছবি তুলতে শুরু করেন। প্রার্থনা করতে আসা কয়েক জনের চোখে পড়ে যায় বিষয়টি। মসজিদের ভিতরের ছবি কেন তুলছেন? শুরু হয় জিজ্ঞাসাবাদ। অভিযোগ, এর পরেই গুলি ছুড়তে শুরু করেন ওই ব্যক্তি। তাঁর ছোড়া গুলিতে আহত হন তিন জন। প্রথমে ভয় পেলেও, পর ক্ষণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মসজিদে আসা মানুষজন। প্রত্যক্ষদর্শীরা জানান, এর পরই মসজিদ থেকে টেনে বের করে শুরু হয় গণধোলাই। তাঁকে বিবস্ত্র করে চলে ব্যাপক মারধর। পাথর দিয়ে থেতলে দেওয়া হয় তাঁর মাথা। ঘটনার খবর পৌঁছতেই বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি জম্মু-কাশ্মীরের ডেপুটি পুলিশ সুপার মহম্মদ আয়ুব পণ্ডিত। তিনি কাশ্মীরের খানইয়ারের বাসিন্দা। এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশের এক জন শীর্ষ আধিকারিক মসজিদের বাইরে সাধারণ পোশাকে কেন ঘোরাঘুরি করছিলেন? কেনই বা মসজিদের ভিতরের ছবি তুলছিলেন? এক প্রত্যক্ষদর্শী জানান, আয়ুবকে অনেক ক্ষণ ধরে সন্দেহজনক ভাবে মসজিদের বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়। প্রথমে বিষয়টাকে খুব একটা পাত্তা দেয়নি কেউ। প্রার্থনার জন্য সকলেই তখন ব্যস্ত ছিলেন। প্রার্থনা চলাকালীন আয়ুব মসজিদে ঢুকে ছবি তুলতেই কয়েক জন প্রতিবাদ করেন। তখনই নাকি নিজের সার্ভিস রিভলভার থেকে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন তিনি। তবে পুলিশের বিশেষ সূত্রের দাবি, জামিয়া মসজিদে মাঝেমধ্যেই নিরাপত্তার দায়িত্বে থাকতেন আয়ুব। যাঁরা প্রতি দিন মসজিদে আসতেন তাঁদের অনেকই আয়ুবকে চিনতেন। ওই দিনও মসজিদের নিরাপত্তার দায়িত্বেই ছিলেন ওই পুলিশ অফিসার। আরও দাবি করা হয়েছে, জম্মু-কাশ্মীরের সিকিউরিটি উইং-এর অফিসাররা সাধারণ পোশাক পরেই তাঁদের দায়িত্ব পালন করেন। কিন্তু কেন আয়ুব মসজিদের ভিতরের ছবি তুলছিলেন বিষয়টি স্পষ্ট নয়। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×