ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও জট

প্রকাশিত: ১৮:৪৪, ২৩ জুন ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও জট

অনলাইন রিপোর্টার ॥ ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার চাপে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। রাজধানী ছেড়ে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে বের হওয়া এসব মানুষকে ভোগান্তিও পোহাতে হচ্ছে বেশ। যানজটের কারণে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে গাড়িতে। এ বিষয়ে জানতে চাইলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসেম আলী মুন্সী জানান, ভোর থেকেই যানবাহনের লাইন লম্বা হতে শুরু করে। ঈদের ছুটি শুরু হওয়ায় সবাই আগেভাগে ঘরমুখো হচ্ছে। মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এ ছাড়া মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি রয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
×