ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতীয় জওয়ানসহ কাশ্মীরে নিহত ৪

প্রকাশিত: ১৮:৩৮, ২৩ জুন ২০১৭

ভারতীয় জওয়ানসহ কাশ্মীরে  নিহত ৪

অনলাইন ডেস্ক ॥ সীমান্তে এসে দুই ভারতীয় জওয়ানকে হত্যা করল পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (বিএটি) নামে বিশেষ বাহিনী। বৃহস্পতিবার কাশ্মীর সীমান্তে পুঞ্চ সেক্টরের কাছে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাকিস্তানি বিশেষ বাহিনীটির দুজন সদস্যও নিহত হয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। কাশ্মীরে ভারতীয় সীমান্তের ৬০০ মিটার অভ্যন্তরে পাকিস্তানি বিএটির সদস্যরা প্রবেশ করে বলে জানিয়েছে ভারতীয় সূত্র। এ সময় গোলাগুলিতে তাদের দুই সদস্য নিহত হলেও তারা মৃতদেহ পাকিস্তানে টেনে নিয়ে যায় বলে জানিয়েছে তারা। কিছুদিন আগে ভারতীয় সীমান্তের ভিতরে ঢুকে দুই বিএসএফ জওয়ানের মুণ্ডচ্ছেদ করে চলে যায় পাক সেনার এক বিশেষ বাহিনী। ভারতীয় বাহিনীর অভিযোগ, পাকিস্তানের সেনার এই বাহিনীর কাজই হলো চরম নৃশংস ও বর্বর কাজ করা। মূলত ভারতীয় সেনাদের ওপর হত্যালীলা চালাতেই তৈরি করা হয়েছে পাকিস্তানি সেনার এই বিশেষ বাহিনী বিএটি। এর আগে ভারতীয় সেনাদের ওপর হামলার চালানোর পর এক বিশেষ অপারেশনে ভারতীয় সেনার হাতে নিহত হয় দুই পাক সেনা জওয়ান।
×