ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাসড়কে যানবাহনের ধীরগতি

প্রকাশিত: ১৮:৩৫, ২৩ জুন ২০১৭

মহাসড়কে যানবাহনের ধীরগতি

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। গাড়ি যে গতিতে চলার কথা তারচেয়ে অনেক ধীরগতিতে গাড়ি চলছে বলে জানা গেছে। ফলে যাত্রীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ কাজ করছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬৫ কিলোমিটারের অন্তত ২০ টি স্থানে গাড়ির গতি কমে যাচ্ছে ও সাময়িক জ্যামের সৃষ্টি হচ্ছে। ফলে গাড়ির গতি হয়ে যাচ্ছে সীমিত। সঠিক সময়ে গাড়ি গন্তব্যে না পৌঁছতে পারায় যাত্রীরা নানা দুর্ভোগের মধ্যে পড়েছে। ভোরে অনেকেই সেহরি খেতে পারেন নি। অন্যদিকে জানা গেছে, গাড়ি টাঙ্গাইলে প্রবেশ করলেই গতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। টাঙ্গাইল সদর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত গতি কিছুটা স্বাভাবিক রয়েছে। এ মহাসড়কে উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহের অন্তত ২৪ জেলার যানবাহন চলাচল করছে। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আজ শুক্রবার যদি কোনো কারণে আবহাওয়া প্রতিকূল অবস্থায় চলে যায় তাহলে দীর্ঘ যানযটের সৃষ্টি হতে পারে। তিনি বলেন, এখন পর্যন্ত গাড়ি থেমে নেই। কিন্তু আবহাওয়া প্রতিকূল হলে জ্যামের আশংকা রয়েছে। এর আগে বৃহস্পতিবার পুলিশ সুপার মাহবুব আলম জানান, প্রায় ৬৫ কিলোমিটার সড়ককে ছয়টি ভাগে বিভক্ত করে আট শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ৪৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত অপসারণের জন্যে তিনটি রেকার নিয়োজিত রয়েছে।
×