ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় চিত্রা নদীর ব্রীজ দিয়ে যান চলাচল শুরু

প্রকাশিত: ০২:৫৩, ২২ জুন ২০১৭

মাগুরায় চিত্রা নদীর ব্রীজ দিয়ে যান চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ভেঙ্গে পড়া ব্রীজটির পাশে নতুন বেইলী ব্রীজ নির্মান শেষে আজ বৃহপতিবার বিকালে উদ্বোধন করা হয়েছে। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি মজুমদার, সড়ক ও জনপঘ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরনবী তরফদার সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ এর উদ্বোধন করেন । এরপর যান চলাচল শুরু হয়েছে। ফলে মানুষের দূর্ভোগ লাঘব হবে। জানাগেছে, মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের জেলার শালিখার সীমাখালী নামকস্থানে চিত্রা নদীর উপর লোহার বেইলী ব্রীজটি গত ১৩ ফেব্রুয়ারী ২০১৭ সকালে সেতুটি ব্রীজটি ভেঙ্গে পড়ে। ব্রীজটি ভেঙ্গে পড়ায় মাগুরা যশোর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পথ কম হয়োয় ঢাকা খুলনার অধিকাংশ কোচ এই সড়ক দিয়ে চলাচল করত। ব্রীজ নাথাকায় যাত্রীদের ঝিনাইদহ ঘুরে যেতে সময় ও অর্থ বেশী লাগছিল। ৩৪ কিমি রাস্তা বেশী ঘুরতে হচ্ছিল। যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়ক বিভিাগের পক্ষথেকে ৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ১৩৫ ফুট লম্বা নতুন একটি বেইলী ব্রীজ ও বাইপাস সড়ক নির্মানের কাজ শেষে আজ বিকালে উদ্বোধন করা হয়।
×