ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজিজুর রহমানের চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৩:০০, ২২ জুন ২০১৭

আজিজুর রহমানের চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের উন্নত চিকিৎসার বিষয়টি নিয়ে গত ১৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। সে সময় তার সঙ্গে আরো ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়িকা মৌসুমী, প্রযোজক ওয়াহিদ সাদিক ও চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। তখন প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, আজিজুর রহমানের চিকিৎসায় সহায়তা দেয়ার। এবার সেই কথা রাখলেন তিনি। ২০ লাখ টাকা দিলেন আজিজুর রহমানের চিকিৎসা সহায়তায়। গত ২১ জুন বুধবার চিত্রনায়ক রিয়াজ, চলচ্চিত্র প্রযোজক ও শাবানার স্বামী ওয়াহিদ সাদেক প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে গেলে তাদের হাতে এ অংকের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। রিয়াজ বলেন, গত ২১ জুন সন্ধ্যায় ইফতারের পর গণভবনে আমি ও সাদিক ভাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আজিজুর রহমান ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য ২০ লাখ টাকার চেক আমাদের হাতে তুলে দেন। ‘ছুটির ঘন্টা’-খ্যাত খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান বেশ কয়েকমাস ধরেই গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে উন্নত চিকিৎসা নিচ্ছেন। সেখানকার চিকিৎসা খরচ বেশ ব্যয়বহুল। অনেক সফল ছবির এ পরিচালক ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ ছবিতে এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে সম্পৃক্ত হন। তিনি এ পর্যন্ত ৫৪টি ছবি নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সাইফুল মুলুক বদিউজ্জামান’, ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’, ‘সমাধান’ প্রভৃতি।
×