ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় ইউবার চালু করতে নীতিমালা হচ্ছে

প্রকাশিত: ২২:৫০, ২২ জুন ২০১৭

ঢাকায় ইউবার চালু করতে নীতিমালা হচ্ছে

স্টাফ রিপোর্টার॥ ঢাকা মহানগরীতে ইউবারসহ মোবাইল অ্যাপ নির্ভর সেবা উন্মুক্ত করে দিতে চায় সরকার। এ লক্ষ্যে খসড়া নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। নীতিমালা চূড়ান্ত করতে জনগণের পাশাপাশি শিগগিরই অংশীজনের মতামত নেওয়া হবে। আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানান। তিনি আজ ইউবারের ইস্ট রিজিওনের পাবলিক পলিসি বিষয়ক প্রধান চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ করেন। মন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভর সেবা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারিনা। তবে এসব সেবা দেশের প্রচলিত আইন ও কাঠামোর আওতায় আনতে হবে। তিনি বলেন, উন্নত বিশ্ব বা বিশ্বের জনবহুল নগরীর মতো ঢাকা মহানগরীতে মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা পরিচালনায় যাত্রী স্বার্থের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএন সিদ্দিক ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ, গত বছরের ২৫ নভেম্বর অনলাইনে ট্যাক্সি সেবার প্রতিষ্ঠান ইউবারকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
×