ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোশ্যাল মিডিয়া দু’ভাগ কুম্বলে-কোহালিতে

প্রকাশিত: ১৯:৫৮, ২২ জুন ২০১৭

সোশ্যাল মিডিয়া দু’ভাগ কুম্বলে-কোহালিতে

অনলাইন ডেস্ক ॥ সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই কোহালি-কুম্বলে। কেউ ঝড় তুলছেন কোচের সপক্ষে, একহাত নিচ্ছেন অধিনায়ককে। কেউ আবার বিরাটপ্রেমেই মজে। সেলেব জগৎ থেকে সাধারণ মানুষ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হার ভুলে এখন সবাই ব্যস্ত বিরাট-অনিল বিচ্ছেদ নিয়ে আলোচনায়। কেউ কেউ তো মুণ্ডপাতই করে ফেলেছেন অধিনায়কের। আবার কুম্বলের এই হঠাৎ পদত্যাগপত্রে বিরক্ত অনেকেই। সোশ্যাল মিডিয়ার প্রভাব পড়েছে গুগল ট্রেন্ডসেও। নেট স্যাভি মানুষ এখন বিরাট কোহালি আর অনিল কুম্বলেকে নিয়ে তদন্তেই ব্যস্ত। ‘তুতু ম্যায় ম্যায়’টা ড্রেসিংরুম থেকে হঠাৎই চলে এল বাইরে। তা ঢাকতে কম চেষ্টা করেনি বিসিসিআই। এমন কী চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে লন্ডন থেকে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাওয়া ভারতীয় দলের ফ্লাইটে কুম্বলে না ওঠার কারণ হিসেবে আইসিসি মিটিংকেই সামনে নিয়ে এসেছিল বোর্ড। কিন্তু কুম্বলের মনোভাব বোঝাই যাচ্ছিল। তাও তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত রেখে দেওয়ার একটা শেষ চেষ্টা চালিয়েছিল বোর্ড। কিন্তু নিস্তব্ধতা যে ঝড়ের আগের পূর্বাভাসই ছিল তা কে জানত। কুম্বলের চিঠিই ফাঁস করে দিল সব। বুঝিয়ে দিলেন তাঁর দায়িত্ব ছেড়ে যাওয়ার নেপথ্যে অধিনায়ক বিরাট কোহালিই। গত কয়েক বছরে শুধু ক্রিকেটেই নয়, সব ধরনের সেলব্রিটির তালিকাতেও একদম ওপরের দিকে থেকেছেন বিরাট। সে দিক থেকে দেখতে গেলে সেই গ্ল্যামার কোথায় কুম্বলের? গত এক বছরের গুগল ট্রেন্ডসের তুল্যমূল্য বিচার কিন্তু তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। গত বছরে গুগল ট্রেন্ডসে কোথাও ছিলেন না কুম্বলে। সেখানে চূড়োয় থাকা বিরাটকে রাতারাতি ছুঁয়ে ফেললেন বিদায়ী ভারত কোচ। পদত্যাগ করে যেন নজরে চলে এলেন কুম্বলে। এটা কোনও বড় ঘটনা নয়। এমনটাই হবে সেটাই স্বাভাবিক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, অনেকেরই সহানুভূতির কেন্দ্রে এখন কুম্বলে। মুখ খুলেছেন অভিনব বিন্দ্রা, জ্বালা গাট্টাদের মতো ভিন্ন ক্রীড়ার মানুষরাও। যার পর অনেকটাই ব্যাকফুটে বিরাট। হঠাৎই যেন ভিলেন হয়ে গেলেন বিরাট কোহালি। সৌরভ-চ্যাপেল কাণ্ডে ভিলেন হয়েছিলেন চ্যাপেল। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×