ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলার স্থল ও নৌ সেনাপ্রধান বরখাস্ত

প্রকাশিত: ১৯:১৮, ২২ জুন ২০১৭

ভেনেজুয়েলার স্থল ও নৌ সেনাপ্রধান বরখাস্ত

অনলাইন ডেস্ক ॥ চাঞ্চল্যকর পদক্ষেপ ভেনেজুয়েলার প্রেসিডেন্টের। এক নির্দেশে পদচ্যুত হলেন আর্মি ও নেভি প্রধান। একই সঙ্গে সেনাবাহিনীর তিন শাখার শীর্ষ কমান্ডারদের বরখাস্ত করা হয়েছে। ঘটনার জেরে তীব্র আলোড়িত ভেনেজুয়েলা। পরবর্তী পদক্ষেপ হিসেবে সেনা ও পুলিশ বাহিনীতে ৪০ হাজার নতুন নিয়োগের কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট। নতুন সংবিধান প্রণয়নের বিরোধিতায় সরব বিরোধীরা। শুরু হয়েছে রাস্তায় নেমে আন্দোলন। দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে যথেচ্ছ গুলি চালানোর অভিযোগ উঠেছে। সোমবার নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ছবি প্রকাশের পর তা জনগণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরই ফলশ্রুতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সেনাবাহিনীর চার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন। আরও অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করেই সেনাবাহিনী গুলি চালায়। গত এক মাসের বিক্ষোভে দেশটিতে ৩০ জন নিহত হয়েছে। বিক্ষোভে রাজধানী কারাকাস শহর রীতিমতো উত্তপ্ত। গত ৪৮ ঘণ্টায় বিক্ষোভ থামাতে গিয়ে গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা। অভিযোগ, এতে ক্ষমতার অপপ্রয়োগ করেছে তারা। পরিস্থিতি আঁচ করে অবশেষে কঠিন সিদ্ধান্ত নিলেন নিকোলাস মাদুরো।
×