ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মানিতে থাই রাজাকে গুলি

প্রকাশিত: ১৮:৫১, ২২ জুন ২০১৭

জার্মানিতে থাই রাজাকে গুলি

অনলাইন ডেস্ক ॥ জার্মানিতে থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নকে লক্ষ্য করে এয়ার পিস্তল দিয়ে গুলি ছুঁড়েছিল দুই কিশোর। অবশ্য রাতের আঁধারে এ ঘটনায় রাজার শরীরে কোনো আঘাত লাগেনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি। ঘটনাটি ঘটে ১০ জুন। এ দিন রাতে জার্মানির এর্দিং শহরে একটি বাড়ির জানালা থেকে ১৩ ও ১৪ বছরের দুই বালক রাজাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে জানা গেছে। সে সময় নিজের পরিষদবর্গদের সঙ্গে নিয়ে মিউনিখ বিমানবন্দরের কাছে সাইকেল চালাচ্ছিলেন রাজা ভাজিরালংকর্ন। গত বছর পিতা রাজা ভুমিবল আদুলিয়াদজের মৃত্যুর পর থাইল্যান্ডের সিংহাসনে বসেন ভাজিরালংকর্ন। তবে তিনি অধিকাংশ সময় জার্মানিতেই থাকেন। উদ্বেগজনক এ ঘটনায় শারীরিক ক্ষতি করার চেষ্টা করেছে সন্দেহে ১৪ বছর বয়সী এক বালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছেন রাজা ভাজিরালংকর্ন।
×