ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিবুর রহমান

ঘরে ফেরার ভোগান্তি

প্রকাশিত: ০৬:৩০, ২২ জুন ২০১৭

ঘরে ফেরার ভোগান্তি

বছর ঘুরে আবারও আসছে পবিত্র ঈদ। নাড়ির টানে আমরা ফিরে যাব সেই ছোট গ্রামে যেখানে কাটিয়েছিলাম জীবনের সোনালি দিনগুলো। এর জন্য আমরা সহ্য করি অবশ্য নানা ভোগান্তি। নিরাপদে বাড়ি পৌঁছানো অব্দি দুঃশ্চিন্তা তো আছেই। তার ওপর যোগ হয় বাড়তি ভাড়া, যানজট, জীবনের ঝুঁকি, টিকেট না পাওয়ার হতাশা। কিন্তু যদি ঈদ উপলক্ষে সর্বস্তরের সব কর্মজীবীর আমাদের ছুটি বাড়িয়ে ৩ দিনের জায়গায় ৭ দিন করা হত যাতে ওই ৩ দিনের উপরেই চাপটা না পড়ে (অন্য কোন সরকারী ছুটির দিনে যা পুষিয়ে নেয়া যায়) আর যদি এমন হত ঈদের আগেই রাস্তাঘাট চলার উপযোগী করা হয়েছে, ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি, ঠিক সময়ে এসে দ্রুত যাত্রী নিয়ে যাচ্ছে। এমনও হত যদি আমরা আমাদের পরিবারের অন্য সদস্য যারা চাকরিজীবী নয় অর্থাৎ আমাদের স্ত্রী, সন্তান, পরিজনদের একটু আগেভাগেই পাঠিয়ে দিতাম দেশের বাড়িতে, যাতে আমরা জীবিকা নির্বাহকারীরা বাড়ি যাওয়ার সময় কিছুটা ভোগান্তি কমে যেত। যারা পরিবহন সেবা দেয় তারা সেবার আগে ব্যবসাটাকে যদি বড় করে না দেখত তাও আমরা হয়ত কিছুটা নির্বিঘেœ বাড়ি যেতে পারতাম। এমন অনেক না পাওয়া, না হওয়া ঘটনা নিয়েই আমরা প্রতিবছর ঈদ করতে বাড়ি যাচ্ছি। আসুন না আমরা একটু সহনশীল হই, সচেতন হই যাত্রী হিসেবে অথবা পরিবহন সেবাদানকারী হিসেবে। প্রতিবছর হয়ত সরকারের আশায় বসে থাকি কিন্তু সরকারের কর্মকা- তো আমাদের সহনশীলতার ওপরেই নির্ভরশীল, কারণ সরকার আমাদের মতো সাধারণ মানুষের মধ্য থেকেই কিছু মানুষ চালায়। আমরাই তাদের বোঝাতে পারি আমরা ভোগান্তি চাই না, নির্বিঘেœ বাড়ি ফিরতে চাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে
×