ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেমব্রিজে পড়ুয়াদের অবসর উদযাপন !

প্রকাশিত: ১৯:২৭, ২১ জুন ২০১৭

কেমব্রিজে পড়ুয়াদের অবসর উদযাপন !

অনলাইন ডেস্ক ॥ কঠোর পরিশ্রমের পর তার উদযাপনটাও বড়সড় হওয়া উচিত। সারা বছর ধরে পড়াশোনা করার পর ঠিক কতটা বড় পার্টি হওয়া উচিত, সেটাই দেখালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। সারা শহর জুড়ে এমন সেলিব্রেশন কারও আগে চোখে পড়েছে কিনা সন্দেহ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কথা বললেই তার পড়ুয়াদের সম্পর্কে একটা ধারণা করা যায়। লেখাপড়ায় তুখোড় না হলে সেখানে ভর্তি হওয়ারই সুযোগ মেলে না। অর্থাৎ কেমব্রিজের পড়ুয়াদের এককথায় দারুণ মেধাবী বললে সেটি বাড়িয়ে বলা হবে না। তাই পরীক্ষা শেষে তাদের উদযাপনের ধরনটাও যে বাকিদের থেকে একদম আলাদা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তেমনই এক উজ্জ্বল, যৌবনোচ্ছ্বল, জীবন্ত রাতের সাক্ষী হয়ে থাকল ইংল্যান্ডের শহর। স্ট্রিপটিজ থেকে বল গাউন পরে উদ্দাম নাচ, সেদিনের সেই উদযাপনে কী না হল। জানা গেছে, সেই উদিযাপনে একদিকে বইল মদের ফোয়ারা, অন্যদিকে ভালবাসায় ডুবলেন প্রেমিক-প্রেমিকারা। কেমব্রিজের অনেক পড়ুয়া তো ঝাঁক বেঁধে নদীতেও নেমে পড়লেন। সারা রাত চলল উদযাপন। শুধু ট্রিনিটিই নয়, স্থানীয় বাসিন্দা এবং জেসুস কলেজের পড়ুয়ারাও একই সঙ্গে সেখানে মেতে উঠলেন। শামিল হলেন রঙিন রাতে। স্নাতক স্তরের প্রায় ১৮০০ জন পড়ুয়া ছিলেন বল গাউন পোশাকে। আতসবাজি থেকে লেজার শো, বাদ গেল না কিছুই। ছাত্রছাত্রীদের কাছে স্মরণীয় হয়ে রইল সেদিনের সেই সোমবারের রাত। মেধাবীরা তো এমনই পার্টির যোগ্য, তাই নয় কী।
×