ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছিনতাই মামলায় পুলিশ ও সাবেক সেনার বিচার শুরু

প্রকাশিত: ০৮:৪৪, ২০ জুন ২০১৭

ছিনতাই মামলায় পুলিশ ও সাবেক সেনার বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ ছিনতাই মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশের এএসআই আলমগীর হোসেন ও সাবেক সেনা সদস্য মাসুম বিল্লাহর বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে। সোমবার ঢাকা মহানগর হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক মোঃ সাজ্জাদুর রহমান চার্জ গঠনের এই আদেশ দেন। আগামী ৫ জুলাই মামলাটিতে সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান। গত ৬ এপ্রিল এএসআই আলমগীরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওইদিন অপর আসামি সাবেক সেনা সদস্য মাসুম বিল্লাহ (৪৩) আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দীতে এ আসামিরা এর আগেও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করেছেন। আলমগীর যশোরের কৃত্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মাসুম বিল্লাহর বাড়ি ঢাকার দোহার থানার উত্তর শিমুলিয়া গ্রামে। নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়া মধ্যপাড়ার বাসিন্দা মোঃ ইলিয়াস (৩০) এ মামলার এজাহারে বলেন, গত ৪ এপ্রিল তিনি রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে গাড়ীর জন্য দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ঢাকা মেট্টো-গ-১৯-০৯৭০ নম্বরের সাদা একটি প্রাইভেট কার তার সামনে থামে। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ডিবি পরিচয়ে দিয়ে তাকে গাড়িতে তুলে। এক পর্যায়ে কালো কাপড় দিয়ে তার চোখ বাঁধে। এরপর তারা বাদীর কাছে থাকা তার নিজস্ব মানি এক্সচেঞ্জের ১৮ হাজার ৮শ’ ইউএস ডলার (১৫ লাখ চার হাজার টাকা সমমান), ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাদীর চিৎকারে লোকজন জড়ো হলে আসামিরা তাদের ওপর দিয়েই গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনতা পথরোধ করে মাসুম বিল্লাকে ধরে ফেলে এবং অপর ৪ জন পালিয়ে যায়। পুলিশ মাসুম বিল্লাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এএসআই আলমগীরকে গ্রেফতার করে।
×