ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রশাসনের মাইকিং

হবিগঞ্জে বন্যার তোড়ে শহর রক্ষাবাঁধে ফাটল!

প্রকাশিত: ০৮:৪৪, ২০ জুন ২০১৭

হবিগঞ্জে বন্যার তোড়ে শহর রক্ষাবাঁধে ফাটল!

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ জুন ॥ ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর শহর রক্ষাবাঁধে একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। সোমবার রাত দশটায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শহরবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হচ্ছে। পাউবো’র কর্মকর্তারাও শহরতলীর গোপায়া এবং শহরের কামড়াপুরে ফাটল ও দুর্বল স্থানগুলো বালি ও মাটির বস্তা ফেলে রক্ষার চেষ্টা চালাচ্ছেন। সদরের ইউএনও এটিএম আজহারুল ইসলাম জনকণ্ঠকে জানান, হবিগঞ্জ শহর অভিমুখে বাঁধ ভাঙ্গার খবর ভিত্তিহীন ও গুজব। কামড়াপুরসহ কয়েকটি স্থানে বাঁধে কিছু বড় সমস্যা দেখা দিলেও এখন পর্যন্ত তা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মানুষ যেমন আতঙ্কে রয়েছে, তেমনি ডিসি সাবিনা আলমের নেতৃত্বে জেলা প্রশাসনও সম্ভাব্য ভাঙ্গনের কবল থেকে হবিগঞ্জ শহর রক্ষার প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যেই শহর রক্ষাবাঁধের দুর্বল স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
×