ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উচ্চ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠায় ইউডিসি ও ৩৭ পাবলিক ভার্সিটি কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৮:০৯, ২০ জুন ২০১৭

উচ্চ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠায় ইউডিসি ও ৩৭ পাবলিক ভার্সিটি কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার ॥ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বার্ষিক-কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ৩৭টি পাবলিক বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বিশ^বিদ্যালয়ের উপাচার্যদের কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষকদের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে পারস্পরিক মিথস্ক্রিয়া ও ব্র্যান্ডিংয়ের জন্য নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে হবে। ইউজিসি মিলনায়তনে সোমবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, সচিব ড. মোঃ খালেদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ মিজানুর রহমান প্রমুখ। অন্যদিকে উপাচার্যদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান খান। কমিশনের সচিব ড. মোঃ খালেদ ও পাবলিক বিশ^বিদ্যালয়সমূহের রেজিস্ট্রাররা চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান উপাচার্যদের বার্ষিক-কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও উন্নয়নে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত পাবলিক বিশ^বিদ্যালয়ের উপাচার্যদের তিনি স্বাগত জানিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় সম্প্রতি দেশে পাহাড় ধসে নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। জাপানের ইউমিউরি শিমবুন পত্রিকার সাংবাদিকের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের সাক্ষাত জাপানের ইউমিউরি শিমবুন পত্রিকার নয়াদিল্লীর ব্যুরো চীফ শিগেকি তাও ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে তার দফতরে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি বাংলাদেশে জঙ্গী এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করেন। এ সময় ইউজিসি চেয়ারম্যান বলেন, জঙ্গী ও সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশেই নয় এটি একটি আন্তর্জাতিক সমস্যা। তিনি জঙ্গী ও সন্ত্রাবাদ নির্মূলে সরকার ও মঞ্জুরী কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ শিগেকি তাওয়ের কাছে তুলে ধরেন।
×