ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৫২ হাজার টন আমদানি করা চাল বাংলাদেশে পৌঁছবে কয়েক দিনেই ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৮:০৮, ২০ জুন ২০১৭

৫২ হাজার টন আমদানি করা চাল বাংলাদেশে পৌঁছবে কয়েক দিনেই ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ চালের বাজারের ‘অস্বাভাবিক পরিস্থিতি’ মোকাবেলায় আগামী কয়েকদিনের মধ্যেই ৫২ হাজার মেট্রিকটন আমদানি করা চাল বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, দেশে চালের মজুতে কোন সংকট নাই। হাওড়ের আগাম বন্যা, বিতরণ ব্যবস্থার ত্রুটি ও অসাধু ব্যবসায়ীদের কারণে চালের দাম বেড়ে গেছে। এ অবস্থা বেশিদিন থাকবে না। সরকারীভাবে আরও চাল আমদানি করা হবে। পাশপাশি চাল আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক তুলে নেয়ার বিষয়টিও শীঘ্রই কার্যকর হবে। ফলে চালের দাম কমে যাবে। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাজেট বিষয়ক মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এসময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিট দ্য প্রেসে পরিকল্পনা কমিশনের সচিব, সদস্যসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেটের ভ্যাট ও আবগারি শুল্ক নিয়ে জনমনে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। বাজেট নিয়ে জাতীয় সংসদে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বিষয়ে অবগত আছেন। আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই। দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন এমন কোন পদক্ষেপ প্রধানমন্ত্রী নেবেন না। মন্ত্রী বলেন, জনগণের টাকায় পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্প হচ্ছে। এই উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যেতে হলে রাজস্ব আহরণ বাড়াতে হবে। তবে দেশের মানুষকে কষ্ট দিয়ে রাজস্ব বাড়ানোর চিন্তা সরকারের নেই।
×