ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোজায় থাকুন বাতের ব্যথামুক্ত

প্রকাশিত: ০৭:২৬, ২০ জুন ২০১৭

রোজায় থাকুন বাতের ব্যথামুক্ত

বাত বা আথ্রাইটিস একটি গ্রিক শব্দ। আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাতের ব্যথায় ভোগেন। মানুষের শরীরের জোড়ার অনেক রোগ বা সমস্যাকে একসঙ্গে আর্থ্রাইটিস বলা হয়। মানুষের শরীরে বহু জয়েন্ট বা জোড়া রয়েছে এবং এসব জোড়া তিন প্রকার। এসব জোড়ায় যদি কোনভাবে প্রদাহ বা ইনফ্লামেশন হয় তখন আমরা ডাক্তারি ভাষায় আর্থ্রাইটিস বলে থাকি। আমাদের বাংলাদেশে আর্থ্রাইটিস আক্রান্ত হলে অনেকে একে বাত রোগ বলে। আথ্রাইটিস এক বা একাধিক জোড়ায় ব্যথা হবে। জোড়া ফুলে যেতে পারে, গরম হতে পারে, নড়াচড়ায় ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, রোগীদের দৈনন্দিন কাজকর্ম, চলাফেরায় অসুবিধা হবে, অনেক সময় জ্বরও আসতে পারে, পাশাপাশি শরীর ক্লান্তবোধ, অবসাদ, হতাশা, অনিদ্রা দেখা দিতে পারে। এভাবে চলতে থাকলে আস্তে আস্তে রোগী তার দেহের জোড়ার কর্মক্ষমতা বা নড়াচড়ার ক্ষমতা হারায় এবং জোড়া সম্পূর্ণ অকেজো হয়ে রোগী পঙ্গুত্ববরণ করতে পারে। এ ছাড়া দীর্ঘদিন রোগে ভুগলে শরীরের মাংসপেশীগুলো শুকিয়ে যেতে পারে। চিকিৎসা : আর্থ্রাইটিস জোড়ার রোগ ও বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস রয়েছে। যদি কারও এ জাতীয় সমস্যা হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক এ ক্ষেত্রে কিছু পরীক্ষা করাতে পারেন। তা ছাড়া রোগের লক্ষণ দেখেও বোঝা যায় যে কী জাতীয় আথ্রাইটিস হয়েছে। আর্থ্রাইটিসে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা। এতে অনেকাংশে রোগীর সমস্যা ব্যথা-বেদনা দূর হয় এবং রোগী স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারে। চিকিৎসক প্রয়োজনবোধে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে, ইন্টারফেরেন সিয়াল, আল্ট্রাসাউন্ড থেরাপি দিয়ে থাকেন। আপনার ডাক্তার প্রতিবেদক
×