ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফারিয়া নূর

প্রজন্মের উদীয়মান ই-কমার্স ব্যবসায়ী লামিয়া

প্রকাশিত: ০৭:২৪, ২০ জুন ২০১৭

প্রজন্মের উদীয়মান ই-কমার্স ব্যবসায়ী লামিয়া

বর্তমান সময়ের জনপ্রিয় ব্যবসা মাধ্যমের নাম ‘ই-কমার্স’। সাম্প্রতিক আমরা ডিপ্রজন্মের মাধ্যমে জানিয়েছি তরুণরা যেভাবে আকৃষ্ট হচ্ছেন পেশাটিতে, সহজভাবে নিজের কাজের জানান দিতে মাধ্যমটির জনপ্রিয়তা বেড়ে চলেছে দ্রুত। আজ জানব এ কাজে সফল একজন ই-কমার্স ব্যবসায়ী লামিয়া হোসাইনের গল্প - লামিয়া হোসাইন। একজন সফল ই-কমার্স প্রযুক্তি ব্যবহারে সফল তরুণীর নাম। শখ আর নিজের মেধা কাজে লাগাতেই ব্যবসায় শুরু করেন লামিয়া, এর পেছনে উৎসাহ অবশ্যই তার পড়াশোনার বিষয়। যেটি ছিল ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা, পাস করার পর বাসায় বসে অলস সময় কাটাতে গিয়ে তরুণীর মাথায় এলো ই-কমার্স। অনলাইনে শপিং করায় আইডিয়া ছিল মোটামুটি, এরপর ব্র্যান্ডেড রেপ্লিকা ব্যাগ বিক্রি করবেন বলে সিদ্ধান্ত নেন এবং ডিলারের মাধ্যমে ক্রয় করে তা ফেসবুকে দেন। প্রথমেই মানসম্মত জিনিস হওয়ায় অনেক মানুষ বলল ফেসবুক পেইজ চালাতে, তারপর আর থেমে থাকেননি লামিয়া। থাইল্যান্ড থেকে ব্যাগ আনালেন, তারপরের গল্পটা লামিয়ার! বর্তমানে ফেসবুকে দুটি জনপ্রিয় পেইজ আছে দুটো, আছে গ্রুপ। লামিয়ার অধীনেই কাজ করে একঝাঁক নারী বিক্রয়কর্মী, এটা নিয়েও প্রচ- খুশি নিজেকে জয় করা তরুণী লামিয়া। সাম্প্রতিক সময়ে বিক্রির হারও বেড়েছে অনেক, সেজন্যও আরও বেশি জনপ্রিয় হয়েছে ই-কমার্স ব্যবসায়। তরুণরাও আগের চেয়ে অনেক বেশি সুদূরপ্রসারী চিন্তা করছেন ব্যবসায়িক ধারণার মধ্য থেকেই। লামিয়া বললেন, ‘খুব ভাল লাগে মেয়ে হয়ে মেয়েদের পাশে দাঁড়াতে পেরে। আর আমি রয়েল এ্যাঞ্জেলস ফাউন্ডেশনের সদস্য, আশপাশের অসহায় মানুষদের সহায়তা করতে পারলে খুব ভাল লাগে।‘ নিজের ডিজাইন করা ড্রেস কেউ পড়লে মনটা জুড়িয়ে যায়, আর ভবিষতে শোরুম দেয়ার ইচ্ছা আছে লামিয়া হোসাইনের এবং অসহায়দের পাশে থাকতে চান সবসময় তিনি। লামিয়ার সুদূরপ্রসারী চিন্তাভাবনার মধ্যে আরও রয়েছে ব্যাগের ব্যবসায়টিকে আরও পোক্ত মাধ্যমে পরিণত করা, কারণ তিনি ও তার টিমের ধারণা অতিশীঘ্রই অনলাইনে ব্যাগ বিক্রির সংখ্যা বাড়তে পারে ইংরেজী মিডিয়ামের শিক্ষার্থীদের ভর্তি, কলেজ ভর্তি শুরুর সময়টিতে’।
×