ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবনায় গম দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আটক ৪

প্রকাশিত: ২৩:৫৮, ১৯ জুন ২০১৭

পাবনায় গম দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আটক ৪

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ আটঘরিয়া সরকারি খাদ্য গুদামে গম দেয়াকে কেন্দ্র করে দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে গম নেয়ার অভিযোগ স্থানীয় কৃষকদের। স্থানীয় সুত্রে জানা গেছে- আটঘরিয়ার অসাধু খাদ্য কর্মকর্তা এবং ব্যবসায়ী পলাশ-লিটন সিন্ডিকেট প্রকৃত কৃষকদের বাদ দিয়ে বিশেষ কারসাজির মাধ্যমে খাদ্য গুদামে গম দিয়ে আসছে। উপজেলার তালিকাভুক্ত কয়েকজন কৃষককে ব্যবহার করে পলাশ ও লিটনের গোডাউন থেকে গম দিচ্ছে সরকারি খাদ্যগুদামে। এ অবস্থায় সোমবার বাধা দিতে গেলে ঐ সিন্ডিকেটের সদস্যদের ক্যাডার বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় স্থানীয়দের। খাদ্যগুদাম এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে পুলিশ চার জনকে আটক করে। আটককৃতরা হলেন- আটঘরিয়া এলাকার ইমরান, ফরহাদ, আকাশ ও আল আমীন। মাছ পাড়ার আব্দুর রহিম, দেবত্তোরের আব্দুল মালেক, আহম্মদসহ বেশ কিছু কৃষক অভিযোগে জানিছেন, তারা গম দিতে গেলে কর্মকর্তারা নানা অজুহাত দেখায়ে গম নিতে চায়না। অথচ যাদের সাথে মিল আছে তাদের গম খারাপ হলেও নেয়। পলাশ ও লিটনের গোডাউন থেকে সরকারি খাদ্য গুদামে গম যাচ্ছে কয়েকজন তালিকাভুক্ত কৃষকের নাম ভাঙ্গিয়ে। এ ব্যাপারে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ৪ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে। উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, গম দেয়া নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে কিনা আমার জানা নাই। তিনি কোন সিন্ডিকেট সদস্য নয়। উপজেলার তালিকাভুক্ত কৃষকরাই গম দিচ্ছে। তাদের ব্যাংক হিসাব নম্বরে চেক দিচ্ছি। এখানে তালিকাভুক্ত কৃষক ছাড়া টাকা নেয়ার সুযোগ নেই।
×